খেলা

বেঁচে আছেন ক্রিকেটার হিথ স্ট্রিক

বুধবার (২৩ আগস্ট) সকালেই ছড়াতে শুরু করে যে জিম্বাবুয়ের কিংবদন্তী ক্রিকেটার হিথ স্ট্রিক আর নেই। তাঁর সতীর্থ হেনরি ওলোঙ্গাও সেই মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে শেয়ার করে দিয়েছিলেন। এরপরই গোটা ক্রিকেট বিশ্বে নেমে আসতে থাকে শোকের ছায়া। যদিও কয়েকঘণ্টা পরই তিনি আরও একটি টুইট শেয়ার করেন। সেখানে বলা হয়, ৪৯ বছর বয়সি এই ক্রিকেটার মারা যাননি। বেঁচে আছেন। আর সব থেকে বড় কথা, তিনি সুস্থ রয়েছেন।
২৩ আগস্ট সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ওলোঙ্গা নিজেই একটি টুইট করে লিখেছিলেন, ‘দুঃখের খবর। জানতে পারলাম যে হিথ স্ট্রিক পরলোকে গমন করেছেন।’ সেইসঙ্গে তিনি জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ডকেও ট্যাগ করেন।
সঙ্গে ওলোঙ্গা আরও লিখেছিলেন, ‘ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। তোমার সঙ্গে খেলতে পেরে আমি খুব গর্বিত। আমার বোলিং স্পেল যখন শেষ হবে, জীবনের ওপারে হয়ত তোমার সঙ্গে আবারও দেখা হবে।’
এর ঘন্টা দুয়েক পরেই হিথ স্ট্রিক বেচে আছে লিখে নতুন করে টুইট করে ওলোঙ্গা জানিয়েছেন, ‘আমি নিশ্চিত করতে পারি হিথ স্ট্রিকের মৃত্যুসংবাদ অনেক ফুলে-ফেঁপে প্রচারিত হয়েছে। ওর সঙ্গে মাত্রই কথা হলো আমার। থার্ড আম্পায়ার ওকে ফেরত এনেছেন। ও ভালোভাবেই বেঁচে আছে।’
তবে এবারের খবরটা যে ভুয়া নয়, সেটা নিশ্চিত করতে স্ট্রিকের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটের একটা ছবিও জুড়ে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, স্ট্রিকের মৃত্যুর খবর দেওয়া আগের সেই টুইটটা মুছেও দিয়েছেন ওলোঙ্গা।
জুড়ে দেওয়া স্ক্রিনশটে দেখা যাচ্ছে, স্ট্রিকই ওলোঙ্গাকে ‘নক’ দিয়েছিলেন, হয়তো টুইটারে সতীর্থের পোস্টটা দেখেই! নক দিয়ে জানিয়েছেন, ‘ভালোভাবেই বেঁচে আছি বন্ধু, অনুগ্রহ করে আমার রান আউটটা বাতিল করো এক্ষুণি!’

Related Articles

Leave a Reply

Back to top button