রাজনীতি

আজ বিএনপির কালো পতাকা মিছিল

সরকার পতন ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে আজ শুক্রবার (২৫ আগস্ট) রাজধানীতে কালো পতাকা মিছিল করবে বিএনপি। একই দাবিতে ২৬ আগস্ট সারাদেশে সব মহানগরে কালো পতাকা মিছিল করবে দলটি। গতকাল বুধবার এই কর্মসূচির রুট জানিয়ে এবং অনুমতি চেয়ে দলের দুই মহানগরের পক্ষ থেকে ডিএমপিকে পৃথকভাবে চিঠি দেয়া হয়েছে। তবে চিঠিতে শুধু গণমিছিলের কথা উল্লেখ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় দুই মহানগরের কর্মসূচি শুরু হবে বলেও জানানো হয়েছে। যুগপৎ এই কর্মসূচি নিজ নিজ অবস্থান থেকে পালন করবে সমমনা দল ও জোটগুলো।
ঢাকা মহানগর উত্তর বিএনপির গণমিছিল শ্যামলী স্কয়ার থেকে শুরু হয়ে রিংরোড-শিয়া মসজিদ-তাজমহল রোড-নুরজাহান রোড-মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হয়ে বছিলা চৌরাস্তায় গিয়ে শেষ হবে। অন্যদিকে দক্ষিণের গণমিছিল নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে আরামবাগ-মতিঝিল শাপলা চত্বর-ইত্তেফাক মোড়-রাজধানী মার্কেট মোড় হয়ে নারিন্দায় গিয়ে শেষ হবে।

Related Articles

Leave a Reply

Back to top button