জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-আগরতলা রেলপথে চললো ‘ট্র্যাক কার’

বহুল কাঙ্খিত আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথের পুরো অংশে সফলভাবে চালানো হয়েছে ট্র্যাক কার।

মঙ্গলবার বেলা ১২টায় জেলার আখাউড়ার গঙ্গাসাগর রেলস্টেশন দিয়ে প্রকল্প সংশ্লিষ্টদের যাত্রা করে ট্র্যাক কারটি। ট্র্যাক কারটি আখাউড়ার শিবনগর এলাকায় জিরোলাইনে পৌঁছায়।

আগামী সেপ্টেম্বর মাসেই দুই দেশের প্রধানমন্ত্রী রেলপথটির উদ্বোধন করার কথা রয়েছে।

এ সময় আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথ প্রকল্পের পরিচালক আবু জাফর মিয়া, ঠিকাদারী প্রতিষ্ঠান টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের কান্ট্রি হেড শরৎ শর্মা, প্রকল্প ব্যবস্থাপক ভাস্কর বকশিসহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আবু জাফর মিয়া সাংবাদিকদের জানান, প্রকল্পের ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে। চলতি মাসেই ট্রেন দিয়ে ট্রায়াল রান দেওয়া হবে। রেললাইন দেখার জন্যই ট্র্যাক কার চালানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button