খেলা

প্রাথমিক রাউন্ডে প্রথম হয়ে হিটে উঠলেন ইমরানুর

বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের প্রথম দিনে নিজের হিটে প্রথম হয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।
হাঙ্গেরির বুদাপেস্টে শনিবার (১৯ আগস্ট) শুরু হওয়া প্রতিযোগিতার প্রথম দিনে ১০০ মিটার স্প্রিন্টের প্রাথমিক রাউন্ডটা তিনি পেরিয়ে গেছেন সহজেই। যদিও টাইমিং হয়েছে ১০.৫০ সেকেন্ড।
আর দ্বিতীয় হওয়া মোজাম্বিকের অ্যাথলেট অনিসিও পারেইরার টাইমিং ১০.৮৯। ইমরানুরের সঙ্গে অনিসিও উঠেছেন হিটে।
এর আগের বছর জাতীয় অ্যাথলেটিকসে ইমরানুর ১০.২৯ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েছিলেন। সেটি ভেঙেছেন গত মাসে ব্যাংককে এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে। ১০.২৫ সেকেন্ড সময় নিয়ে উঠে যান সেমিফাইনালে।
আজ বেশি সময় নেওয়ার কারণ হিসেবে বুদাপেস্ট থেকে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব গণমাধ্যমে বলেছেন ‘ ইমরানুর যখন দেখেছে হিটে সে প্রথম হচ্ছেই, তখন দৌড়ের গতি শেষ দিকে কমিয়ে দিয়েছে। ফলে টাইমিং বেশি হয়েছে। তবে টাইমিং যা-ই হোক, বিশ্ব অ্যাথলেটিকসে কোনো হিটে বাংলাদেশের ক্রীড়াবিদের প্রথম হওয়া বিরাট ব্যাপার। এটা একটা ইতিহাস।’

Related Articles

Leave a Reply

Back to top button