জাতীয়

যে কারণে ব্রিকসে যোগ দিতে পারছে না বাংলাদেশ

আগামী ২২ আগস্ট দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বসছে ব্রিকসের ১৫তম শীর্ষ সম্মেলন। এ ব্রিকসে যোগ দিতে পারছে না বাংলাদেশ।

মূলত ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার জোট ব্রিকস। বাংলাদেশ, সৌদি আরব, আরব আমিরাত ও ইন্দোনেশিয়াসহ অন্তত আটটি দেশ সদস্যপদ পাওয়ার কথা ছিল। ভারত ও ব্রাজিলের আপত্তিতেই আপাতত সম্প্রসারিত হচ্ছে না এ জোট।

তাই ব্রিকসে যোগ দিতে অপেক্ষায় থাকতে হচ্ছে বাংলাদেশকে। অর্থাৎ এখনই ব্রিকসে যোগ দিতে পারছে না বাংলাদেশ। বাংলাদেশকে ভূরাজনৈতিক কারণেই পর্যবেক্ষক বা সহযোগী সদস্য হিসেবে এ জোটে থাকার পরামর্শ অর্থনীতিবিদদের।

কূটনীতিকরা বলছেন, রাজনৈতিক জোট, তাই বিশ্ব রাজনীতি বা অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারবে না পাঁচ দেশ নিয়ে গঠিত ব্রিকস।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, নতুন সদস্য নেওয়ার আগে নতুন নিয়মকানুনের কথা বলছে ভারত ও ব্রাজিল।

সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, কিছু ইস্যু আছে, যা সব সময় সবখানে একই রকম গুরুত্ব পায় না। আমার কাছে মনে হয়, সহযোগী হিসাবে থাকলেও কোনো ক্ষতি নেই।

তিনি আরও বলেন, চীন-ভারত, দ্বিপাক্ষিক বাণিজ্য বিশাল অঙ্কের। তাই, এ জোট থেকে নতুন করে দিল্লি আর বেইজিং অর্থনৈতিকভাবে কতটা লাভবান হবে, সে প্রশ্নও আছে।

আর সদস্য দেশের মধ্যে স্বার্থের সংঘাতও বাড়তে পারে বলেও আশঙ্কা করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button