আন্তর্জাতিক

মিয়ানমারে ভূমিধসে নিহত ২৫, নিখোঁজ ১৪

মিয়ানমারের একটি জেডখনিতে ভূমিধসের ঘটনায় ২৫ জনের মরদেহ উদ্ধার হয়েছে। তবে এ ঘটনায় এখনও ১৪ জন নিখোঁজ রয়েছেন।
বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটিতে সাম্প্রতিক দিনগুলোতে প্রবল বৃষ্টি ও বন্যা হয়। এরই একপর্যায়ে গত রোববার উত্তর কাচিনের হাপাকান্ট শহরের বাইরে প্রত্যন্ত অঞ্চলে ভূমিধসের এই ঘটনা ঘটে।
এদিকে উদ্ধারকারীরা জানান, খনির খননের ফলে প্রায় ৫০০-৬০০ ফুট উঁচু মাটির একটি বিশাল স্তূপ প্রচণ্ড বৃষ্টির পর আলগা হয়ে যায় এবং ধসে পড়ে।
একজন উদ্ধারকর্মী এএফপিকে বলেন, আমরা আজ মোট ২৫টি মৃতদেহ পেয়েছি। তবে এখনও ১৪ জন নিখোঁজ রয়েছেন এবং নিখোঁজ এসব মানুষকে উদ্ধারের প্রচেষ্টা বুধবারও অব্যাহত থাকবে।
মিয়ানমারের উত্তরাঞ্চালীয় প্রদেশগুলো প্রাকৃতিক সম্পদে খুবই সমৃদ্ধ। স্বর্ণ ও মূল্যবান পাথরের বেশ কয়েকটি খনি ও দামি কাঠ রয়েছে এখানকার অরণ্যগুলোতে। কিন্তু এসবের ওপর সরকারি নিয়ন্ত্রণ কার্যত প্রায় নেই বললেই চলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button