জাতীয়

নাইকো চুক্তিতে দুর্নীতি হয়েছিল: এফবিআই

কানাডার কোম্পানি নাইকোকে দুর্নীতি এবং অনিয়মের মাধ্যমে ছাতক এবং টেংরাটিলা গ্যাসক্ষেত্র বরাদ্দ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সালিশী আদালতে (ইকসিড) এমনই মতামত দিয়েছে মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এবং রয়েল কানাডিয়ান মাউন্ডেট পুলিশ (আরসিএমপি)। নাইকোর সঙ্গে তৎকালীন বাংলাদেশ সরকারের চুক্তি অস্বচ্ছ ছিল বলেও দাবি তাদের।
নাইকোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় নিয়ে একটি মামলার শুনানি চলছে ইকসিডে। সেই আদালতে গত ৮ আগস্ট একটি প্রতিবেদন জমা দিয়েছে বাংলাদেশ সরকার।
সেই প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপি সরকারের আমলে নাইকোর সঙ্গে টেংরাটিলা এবং ছাতক ক্ষেত্র বরাদ্দ দিতে চুক্তি হয়েছে ২০০৩ সালে। ২০০৫ সালে কাজ করার সময় টেংরাটিলায় কয়েক মিলিয়ন ডলারের গ্যাস এবং পরিবেশের ক্ষতি করেছে নাইকো।
এবার এ চুক্তিতে দুর্নীতি এবং অনিয়ম পেয়েছে এফবিআই এবং আরসিএমপি। এ ব্যাপারে আগামী ৬ ডিসেম্বর স্বাক্ষ্যগ্রহণ শুরু করবে ইকসিড। তবে বিস্তারিত আর কিছু বলতে রাজি হননি পেট্রোবাংলার কর্মকর্তারা।
উল্লেখ্য, ২০০৫ সালের টেংরাটিলা ক্ষেত্রে গ্যাস উত্তোলন করতে গিয়ে দুই দফা বিস্ফোরণ ঘটে। এতে ১০০ বিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস পুড়ে যায় এবং আশপাশের পরিবেশ এবং ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button