জাতীয়

কুলাউড়ায় জঙ্গি আস্তানায় অভিযান, আটক ৯

জঙ্গি সন্দেহে, কুলাউড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে, ৯ জনকে আটক করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট সিটিটিসি।

শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে কুলাউড়া উপজেলার ১৩ নম্বর কর্মধা ইউনিয়নের জুগিটিলা গ্রামের ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। বাড়িতে ৫ জন পুরুষ ও ৪ নারী ছিলেন।

কুলাউড়া থানার ওসি আব্দুস সালেক এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযান এখনও চলছে, নিরাপত্তাজনিত কারণে কাউকে ওই এলাকায় ঢুকতে দেয়া হচ্ছে না।

অভিযান শেষে বিস্তারিত জানাতে ব্রিফিং করবে আইনশৃংখলা বাহিনী বলে জানান ওসি।

এদিকে, কুলাউড়ার কর্মদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ জানান, তার ইউনিয়নের পূর্ব টাট্টি উলি গ্রামের বাইশালী নামক এলাকায় টিলার উপর নতুন স্থাপিত একটি বাড়িটি ঘিরে রেখেছে আইশৃঙ্খলা বাহিনী।

তিনি জানান, দেড় থেকে দুই মাস আগে একটি পরিবার টাট্টিউলি গ্রামের ওই টিলায় অবস্থান নেয়। তাদের চলাফেরা খুব সন্দেহজনক ছিল। পরে পুলিশের মাধ্যমে জানা যায় তারা ক্রিমিনাল।

Related Articles

Leave a Reply

Back to top button