করোনাজাতীয়ফিচারলিড স্টোরি

এখনো করোনা টিকা নেননি তৃতীয় লিঙ্গের অর্ধেক জনগোষ্ঠী

কভিড ভ্যাকসিন ড্যাসবোর্ডেও নেই সঠিক তথ্য

‘‘আমরা হিজড়া, এ জন্যে আমাদের টিকা পাওয়ারও অধিকার নাই ?’’ ক্ষোভ আর দু:খ নিয়ে এভাবেই প্রশ্নটি করলেন হিজড়া মুন্নি আক্তার। তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে আমাদের দেশে পরিচিত হলেও হিজড়া বলে নিজেদের সম্বোধন করতেই সাচ্ছন্দ্য বোধ করেন তারা। করোনা ভ্যাকসিন থেকে বঞ্চিত কিছু তৃতীয় লিঙ্গদের কথা নিয়ে ফারহানা নীলার ধারাবাহিক প্রতিবেদনের, আজ থাকছে প্রথম পর্ব।

করোনা ভ্যাকসিন নেয়নি তৃতীয় লিঙ্গরা
মুন্নি আক্তার, ফটোগ্রাফার: নাজনীন লাকী

‘‘আমি যখন ভ্যাকসিন দিতে গেলাম, প্রথমে আমি পুরুষ লাইনে দাঁড়ালাম। সবাই ধাক্কাধাক্কি করে গায়ের উপর এসে পড়ছিলো। তখন আমাকে বলা হলো, তুমি মেয়েদের লাইনে যাও। আবার মেয়েদের লাইনে সিরিয়াল দিলাম। তখন মহিলারা আমার সাথে দাঁড়াতে চাইলোনা। অনেকে আমাকে খারাপ মন্তব্য করলো । বললো, হিজড়ার আবার ভ্যাকসিন লাগে নাকি। তোমাদের তো ….নাই। তোমরা ভ্যাকসিন দিয়ে কি করবা ? ‘’

করোনা ভ্যাকসিন নেয়নি তৃতীয় লিঙ্গরা
মুন্নি আক্তার, ফটোগ্রাফার : নাজনীন লাকী

কথাগুলো বলছিলো তৃতীয় লিঙ্গের একজন মুন্নি আক্তার। একটু থেমে আবার বললো, ‘‘আমি তখন একজন পুলিশের সহায়তা নেই। বললাম, আমি কোথায় ভ্যাকসিন নিবো? আমাকে সহযোগিতা করেন। উত্তরে পুলিশ বললো, ‘‘তোরাই তো অনেক কিছু পারিস। যা নাচানাচি করে ভ্যাকসিন নে-গা !’’ এরপর আমি রাগে কষ্টে চলে আসি। আর ভ্যাকসিন নেয়া হয়নি।’’

মুন্নির মতো আরো বেশ কিছু তৃতীয় লিঙ্গের মানুষ এখনও ভ্যাকসিন থেকে বঞ্চিত।  কিন্তু তাঁদের কথা উঠে আসেনা টেবিলের ফাইলে। বাংলাদেশের পরিসংখ্যানের ভ্যাকসিন তালিকায় কোথাও নেই তাদের তথ্য।

এ বিষয়ে হিজড়া শোভা সরকার বলেন, ‘‘সরকার খালি বলেন, আমরা সবাই ভ্যাকসিন পাইছি। কিন্তু আসলে আমাদের হিজড়া কমিটির অনেকেই এখনও ভ্যাকসিন নিতে পারেনাই।’’

করোনা ভ্যাকসিন নেয়নি তৃতীয় লিঙ্গরা
শোভা সরকার, ফটোগ্রাফার : নাজনীন লাকী

বাংলাদেশ কভিড ভ্যাকসিন ড্যাসবোর্ডে গিয়ে দেখা যায়: (http://103.247.238.92/webportal/pages/covid19-vaccination-update.php)

সেখানে লিঙ্গ অনুযায়ী কভিড ভ্যাকসিন ডোজ সম্পন্ন তথ্যে তৃতীয় লিঙ্গের প্রতীকী থাকলেও, সেখানে দেখা যাচ্ছে (০% ) ।

প্রথম ডোজের তথ্যে নারী ও পুরুষের তথ্য দেখা গেলেও, তৃতীয় লিঙ্গের কোনো তথ্য নেই।

তৃতীয় লিঙ্গের মানুষরা ভ্যাকসিন থেকে বঞ্চিত

আবার দ্বিতীয় ডোজের স্থানে নারী ও পুরুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গের তথ্য দেয়া রয়েছে। যেখানে উল্লেখ রয়েছে, মাত্র ৬০৮ জন তৃতীয় লিঙ্গের মানুষ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের আওতায় এসেছেন।

তৃতীয় লিঙ্গের মানুষরা ভ্যাকসিন থেকে বঞ্চিত

কিন্তু তৃতীয় ও চতুর্থ ডোজে আবারোও এই জনগোষ্ঠীর কোনো তথ্য নেই।

তৃতীয় লিঙ্গের মানুষরা ভ্যাকসিন থেকে বঞ্চিত

এ বিষয়ে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মো: মশিউর রহমান বলেন,‘‘ আসলে তৃতীয় লিঙ্গদের কতজন ভ্যাকসিনের আওতায় আসতে পেরেছে, সে বিষয়ে সঠিক তথ্য বা ডাটা এখনও কোথাও পাওয়া যায়নি। আমাদের প্রতিষ্ঠানে কিছু তথ্য রয়েছে। কিন্তু সেটিও অসুম্পর্ণ। সরকারের আওতায় এই পরিসংখ্যানটি আসা উচিত। তাহলে বুঝা যাবে যে, এখনও কতজন তৃতীয় লিঙ্গ ভ্যাকসিন নেয়নি।’’

বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মো: মশিউর রহমান
বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মো: মশিউর রহমান, ছবি নাজনী লাকী

বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির দেয়া তথ্য অনুযায়ী, যে সকল কারনে এখনও ভ্যাকসিনের আওতায় আসতে পারেনি সকল তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী:

# বেশিরভাগ তৃতীয় লিঙ্গদেরই জাতিয় পরিচয় পত্র নেই।

# যাদের পরিচয় পত্র আছে, তাদের চেহারা ও নামের সাথে মিল খুঁজে  পাওয়া যায় না।

# যারা টিকা দিতে যাচ্ছেন, সেখানেও হেয় প্রতিপন্ন হতে হচ্ছে।

# ভ্যাকসিন সেবাদানকারীরাও তাঁদের ভ্যাকসিন পুস করতে চাননা।

# অনেকে ভয়েই টিকা নেননি।

বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মো: মশিউর রহমান
শোভা সরকার, ছবি : নাজনীন লাকী

হিজড়া শোভা বলেন, ‘‘আমাদের ভ্যাকসিন দেয়ার জন্য যদি পৃথক সেবা কেন্দ্র থাকতো। আমাদের ভ্যাকসিনটি যদি একজন তৃতীয় লিঙ্গের কোনো স্বেচ্ছাসেবক বা নার্স দিয়ে দেয়া হতো। তাহলে হয়তো আমরা কিছুটা কম হয়রানি হতাম।’’

বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মো: মশিউর রহমান
বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মো: মশিউর রহমান, ছবি: নাজনীন লাকী

এ বিষয়ে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির মো: মশিউর রহমান জানালেন, ‘‘ জন্ম সনদ বা এনআইডি কার্ড সংক্রান্ত জটিলতা শুরুতে হয়েছিলো। পরবর্তীতে আমরা বিষয়টি সরকারি টেবিলে উপস্থাপন করি। তখন সরকার থেকে তাঁদের জন্য এই সুযোগ দেয়া হয় যে, তাঁরা জাতীয় পরিচয়পত্র ছাড়াই ভ্যাকসিন দিতে পারবে। কিন্তু ভ্যাকসিন নিতে গিয়েও হিজড়া গোষ্ঠীকে সামাজিক নানাবিধ হেনস্তার শিকার হতে হয়েছে। সেটি সামাজিক দৃষ্টিভঙ্গীর অভাব। কিন্তু তবু আমি বলবো, এই জনগোষ্ঠির অধিকাংশরাই ভ্যাকসিনের আওতায় এসেছে। আর যারা ভ্যাকসিনের আওতায় নেই, তাঁরা ভয়ে ভ্যাকসিন নেয়নি।’’

তৃতীয় লিঙ্গরা ভ্যাকসিন থেকে বঞ্চিত

কি ভয়ে এখনও ভ্যাকসিন নেননি হিজড়া জনগোষ্ঠীর একাংশ। এ বিষয়ে আমরা জানবো পরবর্তী প্রতিবেদনে।

 

ফারহানা হক নীলা

 

ফারহানা নীলা, নিউজ নাউ বাংলার সিনিয়র রিপোর্টার। সম্প্রতি তিনি ‘‘ইন্টারনিউজ লেট’স টক ভ্যাকসিন এশিয়া ফেলোশিপ’’ অর্জন করেছে। প্রতিবেদনটি এই ফেলোশিপের প্রজেক্টের আওতায় প্রকাশিত।

Related Articles

Leave a Reply

Back to top button