রাজনীতি

আওয়ামী লীগের ব্যয়ের চেয়ে আয় বেশি

২০২২ সালে আওয়ামী লীগের ব্যয়ের চেয়ে আয় বেশি হয়েছে। বছরটিতে উদ্বৃত্ত ছিল দুই কোটি ৮৪ লাখ ৫১ হাজার ১৮৯ টাকা।
আজ সোমবার (৩১ জুলাই) নির্বাচন কমিশনে (ইসি) দেওয়া আওয়ামী লীগের নিরীক্ষা প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে।
ইসিতে জমা দেয়া প্রতিবেদনে আওয়ামী লীগ জানিয়েছে, ২০২২ পঞ্জিকা বছরে বাংলাদেশ আওয়ামী লীগের মোট আয় হয়েছে ১০ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৭৬৮ টাকা।
আয়ের প্রধান খাত হিসেবে দেখানো হয়েছে মনোনয়ন ফরম বিক্রয়, প্রাথমিক সদস্য সংগ্রহ ফরম বিক্রয় ও সম্পত্তি হতে আয়।

২০২২ সালে বাংলাদেশ আওয়ামী লীগের মোট ব্যয় হয়েছে ৭ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৫৭৯ টাকা।

ব্যয়ের প্রধান খাত হিসেবে দেখানো হয়েছে কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা, সংগঠন পরিচালন ব্যয়, অফিস ভাড়া, প্রচার ও প্রকাশনা বাবদ ব্যয়।

Related Articles

Leave a Reply

Back to top button