জাতীয়

ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়

আজ শনিবার ১০ মহররম, পবিত্র আশুরা। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে পবিত্র আশুরা পালিত হবে। বিশ্বজুড়ে ত্যাগ আর শোকের মহিমায় দিবসটি পালন করা হবে।

ঢাকায় আজ শনিবার (২৯ জুলাই) সকাল ১০টায় শিয়া সম্প্রদায়ের উদ্যোগে লালবাগের হোসেনি দালান থেকে আশুরার তাজিয়া মিছিল বের হবে। এরই মধ্যে পুরান ঢাকার ধর্মপ্রাণ মুসলিমরা সকাল থেকে হোসেনি দালানে জড়ো হচ্ছেন। তাজিয়া মিছিলে থাকবে শিশু-বৃদ্ধ থেকে শুরু করে সব বয়সী নারী-পুরুষ। হোসেনি দালান ইমামবাড়া ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাজিয়া মিছিল ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

১০ মহররম বিশ্বের মুসলিম সম্প্রদায়ের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ একটি দিন। দিনটি পবিত্র আশুরা নামে পরিচিত। হিজরি ৬১ সনের এ দিনে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং তার পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ইয়াজিদের সৈন্যদের হাতে শহীদ হন। কারবালার এ বিয়োগাত্মক ঘটনাকে স্মরণ করে ত্যাগ ও শোকের প্রতীকে প্রতিবছর দিবসটি পালন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button