খেলা

হারমানপ্রিতের শস্তি কম হয়েছে : আফ্রিদি

বাংলাদেশে- ভারতের মধ্যে তৃতীয় ওয়ানডে ম্যাচে আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করা, রাগে স্ট্যাম্প ভেঙে ফেলা, ম্যাচ শেষে আম্পায়ার এবং প্রতিপক্ষ বাংলাদেশ দল নিয়ে কটাক্ষ করে কথা বলার অপরাধে এরই মধ্যে আইসিসি শাস্তি দিয়েছে ভারতীয় নারী দলের অধিনায়ক হারমানপ্রিত কউরকে।
পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি মনে করেন, হারমানপ্রিত কউরের শাস্তি কম হয়ে গেছে। আইসিসির উচিৎ ছিল তার ম্যাচ ফি’র শতভাগ জরিমানা করে আরও বেশি নিষেধাজ্ঞার আওতায় আনা। তাহলে ভবিষ্যতের জন্য কঠোর একটা দৃষ্টান্ত স্থাপন হয়ে যেতো এবং শুধু ভারতে নয়, অন্য কোনো দেশের আর কোনো ক্রিকেটার অমন  আচরণ করতে সাহস পেতো না।
তবে এরই মধ্যে ম্যাচ ফি’র ৭৫ ভাগ জরিমানা করার পাশাপাশি ৪টি ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হয় কউরের নামে। যার অর্থ, দুই ম্যাচ নিষিদ্ধ ভারতীয় নারী দলের অধিনায়ক। এশিয়ান গেমসের প্রথম দুই ম্যাচ খেলতে পারবেন না অভিজ্ঞ এই ক্রিকেটার।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে যে আচরণ প্রদর্শণ করেছেন হারমানপ্রিত কউর, তাতে তার সমালোচনায় এখন পুরো ক্রিকেট দুনিয়া। নিজ দেশ থেকে শুরু করে বিশ্বের নানা প্রান্তে সমালোচনার শিকার তিনি। তার এমন উদ্ধত এবং বাজে আচরণকে মেনে নিতে পারছে না কেউ।
এই বিষয়ে শহিদ আফ্রিদি সামা টিভির সঙ্গে সাক্ষাৎকারে আরও বলেন, ‘এটা শুধু ভারতের ক্ষেত্রে নয়, এর আগেও আমরা ক্রিকেটে এ ধরনের বিষয় দেখেছি। তবে হ্যাঁ, এটা ঠিক যে নারী ক্রিকেটে এমন খুব একটা দেখা যায় না। হারমানপ্রিত কউরের এ ঘটনাটা একটা বড় ঘটনা। আইসিসির অধীনে এটা একটা বড় টুর্নামেন্ট। শাস্তি দিয়ে আইসিসি ঠিক করেছে। আগামীতে এটা উদাহরণ হিসেবে থেকে যাবে। ক্রিকেটে আক্রমণাত্মক হওয়া যায়; কিন্তু নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। এই ঘটনা একটু অতিরিক্ত হয়ে গেছে।’
আম্পায়ারদের সিদ্ধান্তের বিরোধিতা করার জন্য হারমানপ্রিতকে লেভেল ২ এর অপরাধে তার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়। এছাড়া আম্পায়ার এবং বাংলাদেশ দলকে নিয়ে বাজে মন্তব্য করার কারণে আর ৫০ ভাগ ম্যাচ ফি, মোট ৭৫ ভাগ ম্যাচ ফি জরিমানা করা হয়। সঙ্গে চারটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়। যে কারণে, দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবেন না ভারতীয় জাতীয় দলের হয়ে।

Related Articles

Leave a Reply

Back to top button