প্রবীণ সাংবাদিক শাহজাহান মিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এম শাহজাহান মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী এক শোক বার্তায় বলেন, এম শাহজাহান ছিলেন একজন পেশাদার সাংবাদিক। গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদন ও তথ্য উপস্থাপনের মাধ্যমে তিনি সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রেখেছেন।
সাংবাদিক সংগঠনের নেতা হিসেবে এম শাহজাহান সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত উৎকর্ষ সাধনে তাৎপর্যপূর্ণ অবদান রেখেছেন বলেও প্রধানমন্ত্রী তার শোক বার্তায় উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, এম শাহজাহানের মৃত্যুতে দেশের গণমাধ্যম এক কৃতি সাংবাদিককে হারালো।
প্রধানমন্ত্রী এম শাহজাহানের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও প্রকাশ করেন।
বুধবার রাতে রাজধানীর রামপুরায় নিজ বাসভবনে এম শাহজাহান মিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। প্রবীণ এই সাংবাদিক বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
বৃহস্পতিবার বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে জানাজা শেষে তাকে মুন্সীগঞ্জের লৌহজংয়ে দাফন করা হবে।
শাহজাহান মিয়া ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।