জাতীয়

সুষ্ঠু নির্বাচনের জন্য জোরালো পদক্ষেপে আমরা উন্মুখ: উজরা জেয়া

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য জোরালো পদক্ষেপে বাংলাদেশের অংশীদারদের সমন্বয় অব্যাহত রাখতে উন্মুখ বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।

শুক্রবার (১৪ জুলাই) রাতে এক টুইট বার্তায় তিনি এ কথা জানান।

টুইট বার্তায় আন্ডার সেক্রেটারি উজরা জেয়া লিখেছেন, ‌‘দেখা হবে, ঢাকা! একটি ফলপ্রসূ ও উৎসাহব্যঞ্জক সফরের জন্য বাংলাদেশ সরকারের কর্মকর্তা, সুশীল সমাজ, রাষ্ট্রদূত হাস এবং আমাদের নিবেদিত ঢাকার দূতাবাস টিমকে ধন্যবাদ।’

অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের জন্য জোরালো পদক্ষেপ, শ্রম অধিকার এবং রোহিঙ্গাদের সহায়তাসহ বাংলাদেশ অংশীদারদের সঙ্গে সমন্বয় অব্যাহত রাখতে আমরা উন্মুখ বলেও টুইট বার্তায় উল্লেখ করেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button