খেলা

অতিরিক্ত সময়ের গোলে জয় হাতছাড়া বাংলাদেশের

১০ মাস ২৪ দিন আগের কথা। ট্রফি নিয়ে ফেরা বাংলার নারী ফুটবলাররা দেশ জুড়ে আনন্দের ঢেউ দিয়েও আজ যেন ম্লান হয়ে গেছেন। মনের আঙিনায় প্রশান্তি নেই। যে প্রাঞ্জল মুখগুলো কোটি কোটি ফুটবলপ্রেমীর সামনে দাঁড়িয়ে ছিল, তা যেন হারিয়ে গেছে। তবে আজ (১৩ জুলাই) অবশেষে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে মাঠে ফিরল সাবিন খাতুনরা। দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকেও অতিরিক্ত সময়ে সফরকারীরা সমতা ফেরালে ১-১ ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
দশ মাস আগের সেই সাফ চ্যাম্পিয়ন স্কোয়াড থেকে বাংলাদেশ দলে কয়েকটি পরিবর্তন হয়েছে। বাংলাদেশ দলের ধারাবাহিক ছন্দ ব্যঘাত ঘটেছে অনেক দিন পর খেলতে নামায়। প্রথমার্ধে উল্লেখযোগ্য আক্রমণ করতে পারেনি কোনো দলই। ফলে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। কাঙ্ক্ষিত সেই গোলটি আসে টাইগ্রেস অধিনায়ক সাবিনা খাতুনের পা থেকে। ম্যাচের ৬৫তম মিনিটে নেপালের জালে প্রথম গোল করে দলকে এগিয়ে নেন সাবিনা। এরপর আরো ঘুচানো ফুটবল খেলতে থাকে বাংলাদেশ।
জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল স্বাগতিক দল। কিন্তু ম্যাচের অতিরিক্ত যোগ করা সময়ে নেপাল সমতা ফেরালে ১-১ ব্যবধানে ড্র হয় ম্যাচ। ফলে সাফের জয়ের পর নিজেদের ফেরাটা আর রঙিন করতে পারেনি বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Back to top button