গণমাধ্যম

পারভেজ বাবুল নিউজ নাউ বাংলার নির্বাহী সম্পাদক

কবি সাংবাদিক কলামিস্ট পারভেজ বাবুল নিউজ নাউ বাংলার নির্বাহী সম্পাদক পদে যোগ দিয়েছেন I তিনি অষ্টম শ্রেণী থেকে একটি সাপ্তাহিক পত্রিকায় সাংবাদিকতা শুরু করেছিলেন I পরবর্তীতে অব্যাহত রয়েছে তাঁর গণমাধ্যমের সঙ্গে অন্তরঙ্গ পথ চলা I পারভেজ বাবুল বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে বন্যা, খরা, খাদ্য নিরাপত্তা, পুষ্টি, প্রাকৃতিক এবং মনুষ্য-সৃষ্ট দুর্যোগ, পরিবেশ অবক্ষয়, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা বিষয়ে নিয়মিত লিখছেন I Bangladesh Observer, the Daily Star, Daily Observer, Daily Independent, Daily Sun, Financial Express ইত্যাদি মূলধারার পত্রিকায় তিনি শুধুমাত্র ইংরেজি ভাষায় তিন শতাধিক প্রবন্ধ লিখেছেন I তিনি পড়ালেখা করেছেন পরিবেশ বিজ্ঞান বিষয়ে I
আমেরিকার কানেক্টিকাট বিশ্ববিদ্যালয়ে পারভেজ বাবুলের লেখা একটি প্রবন্ধ পাঠ্য হয়েছে; শিরোনাম: Women climate change and food security in Bangladesh. বাংলা ও ইংরেজি প্রবন্ধ, উপন্যাস, কাব্যগ্রন্থসহ তার লেখা প্রকাশিত গ্রন্থ সংখ্যা মোট দশটি I লেখালেখির স্বীকৃতি স্বরূপ তিনি জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থা কর্তৃক পুরস্কৃত হয়েছেন I

Related Articles

Leave a Reply

Back to top button