খেলা

যেখানে মুশফিকই প্রথম বাংলাদেশি ক্রিকেটার

বাংলাদেশি ক্রিকেটার হিসেবে প্রথমবারের মতো জিম্বাবুয়ের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলবেন মুশফিকুর রহিম। মাস দুয়েক আগে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জিম আফ্রো টি-১০ লিগ আয়োজনের সিদ্ধান্তের কথা জানিয়েছিল জিম্বাবুয়ে। পাঁচ দল নিয়ে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে এবার বাংলাদেশ থেকে প্রথম খেলোয়াড় হিসেবে দল পেলেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই টাইগার ক্রিকেটারকে দলে টেনেছে জোবার্গ বাফেলোস।
জিম আফ্রো টি-১০ লিগের আগে টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ২ জুলাই। তবে এর আগেই সরাসরি চুক্তিতে মুশফিককে দলে ভিড়িয়েছে জোবার্গ বাফালোস। একই দলে হয়ে খেলবেন ইউসুফ পাঠান, টম ব্যান্টন ও নূর আহমেদ।
আগামী ২০ থেকে ২৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে জিম আফ্রো টি-টেন লিগের অভিষেক আসর।

Related Articles

Leave a Reply

Back to top button