জাতীয়

অনলাইনে কোরবানির পশু বিক্রি হয়েছে সাড়ে ৯৪ লাখ

এবারের পবিত্র ঈদুল আজহাতে অনলাইন প্ল্যাটফর্মসহ পশুর হাটগুলো থেকে মোট ৯৪ লাখ ৪৩ হাজারের বেশি পশু বিক্রি হয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
শুক্রবার (৩০ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন।
তিনি জানান, এর মধ্যে ৪৩ লাখ ৬১ হাজার গরু-মহিষ এবং ৫০ লাখ ৮১ হাজার ছাগল, ভেড়া ও অন্যান্য পশু বিক্রি হয়েছে।
বিক্রি হওয়া মোট গবাদিপশুর এ সংখ্যা দিয়ে কুরবানি হওয়া মোট পশুর সংখ্যা নিরূপণ করা যাবে না বলেও জানান মন্ত্রণালয়ের এ জনসংযোগ কর্মকর্তা। তিনি জানান, কারণ বিক্রি হওয়া পশুর সঙ্গে গৃহপালিত যেসব গবাদিপশু কুরবানি হয়েছে, সেগুলো যুক্ত করে এ বছর মোট কুরবানি হওয়া গবাদিপশুর সংখ্যা নির্ধারণ হবে। মোট কুরবানি হওয়া পশুর সংখ্যা নিয়ে কাজ করছে প্রাণিসম্পদ অধিদপ্তর।
প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর মোট কুরবানির পশু বিক্রি হয়েছে ৬০ হাজার কোটি টাকার বেশি।
গত ১৪ জুন সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম জানান, এ বছর কুরবানির পশুর সম্ভাব্য চাহিদা ১ কোটি ৩ লাখ ৯৪ হাজার ৭৩৯টি। কুরবানিযোগ্য গবাদিপশু রয়েছে ১ কোটি ২৫ লাখ ৩৬ হাজার। সে হিসেবে এবার ২১ লাখ ৪১ হাজার ৫৯৪টি পশু উদ্বৃত্ত আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button