খেলা

ভারতের বিপক্ষে সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

আগামী ৯ জুলাই থেকে শুরু হতে যাওয়া ভারত ও বাংলাদেশ নারী দলের সিরিজের জন্য টাইগ্রেসদের দল ঘোষণা করেছে বিসিবি।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর হবে তিন ম্যাচের ওয়ানডে।

দুই সিরিজের জন্যই ঈদের পর শুরু হওয়া ক্যাম্পের যোগ দেবেন ২০ জন ক্রিকেটার। নতুন দায়িত্ব নেয়া দুই নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন ও সজল চৌধুরীর দেয়া স্কোয়াডে ঠাঁই হয়নি ছন্দে না থাকা অভিজ্ঞ পেসার জাহানারা ও ব্যাটার রুমানা আহমেদের। তবে এক সিরিজ পর ফিরেছেন অভিজ্ঞ সালমা খাতুন।

ভারতের বিপক্ষে ৯, ১১ ও ১৩ জুলাই খেলবে টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর ১৬, ১৯ ও ২২ জুলাই হবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। ওয়ানডে সিরিজ উইমেন্স সুপার লিগের অংশ। সবগুলো ম্যাচই হবে মিরপুরে।

বাংলাদেশে নারী দলের প্রাথমিক স্কোয়াড:

নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোশতারি, মুরশিদা খাতুন, লতা মণ্ডল, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস, রাবেয়া, স্বর্ণা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথি রানি, রিতু মনি, সালমা খাতুন, শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি, ফাহিমা খাতুন।

Related Articles

Leave a Reply

Back to top button