বাবাকে ভালোবাসার দিন আজ
আজ বিশ্ব বাবা দিবস। প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্ব বাবা দিবস পালন করা হয়।
বাবা মনে পরে; শীতের সকাল তোমার কোলে লুকিয়ে থাকা
মনে পরে; সেই বিকেল তোমার আঙুল ধরে হাটতে যাওয়া
বাবা মানে নির্ভরতার জায়গা। বাবা মানে বটবৃক্ষের ছায়া। বাবা নিখাদ আশ্রয়। উত্তপ্ত সূর্যের তলে সন্তানের শীতল ছায়া। প্রখর ঝড়ে উষ্ণতার কোমল মায়া। বাবার শাসনে হয়ে সন্তান হয়ে ওঠে প্রকৃত মানুষ। বাবার আদর-স্নেহ সন্তানকে গড়ে তোলে প্রকৃত ব্যক্তি।
যদিও “বাবা” সম্পর্কের জন্য আলাদা কোন দিন, ক্ষণের প্রয়োজন নেই। বাবার প্রতি ভালোবাসা সব সন্তানদের জন্য প্রতিদিন প্রতিক্ষণ। তবুও সেই বাবা’কে একটি বিশেষ দিনের জন্য জানিয়ে দেয়া – “বাবা” তুমি পৃথিবীর সকল সন্তানদের জন্য এতটা’ই গুরুত্ব যে, তোমার জন্য ক্যালেন্ডারের খাতায় একটি বিশেষ দিন আছে। তাই তোমার জন্য বলতে পারি–বাবা তুমি আছো বলেই… এখনো মনে হয় সব আছে…।
প্রথমবার বাবা হওয়ার অনুভুতি যে কতটা সুখের তা একজন বাবাই বলতে পারে। ছো্ট্ট বেলায় দোলনায় দোল আর ঝুমঝুমি বাজিয়ে বুঝতে শেখা, শুনতে শেখানো। তারপর গুটি গুটি পায়ে ছোট্ট সোনার হাটা শিখা। এরপর সন্তানের মুখে প্রথমবার যখন শোনা যায় বাবা ডাক তার অনুভূতি বলার মতো না।
বাবার সাথে খুনশুটি। কিছুদিন পর বাবার কাছে লেখাপড়ার হাতেখড়ি। এভাবেই একটু একটু করে বুঝতে শেখা। তারপর সেই সন্তান যখন নিজের পায়ে দাঁড়ায়, তখন-ই বাবার হৃদয় ভরে উঠে গর্বে। আর এভাবেই ছোট থেকে একটু একটু করে বড় হওয়া, এরপর নিজে প্রতিষ্ঠিত হওয়া, এর সবকিছুতেই পাশে থাকেন “বাবা”।
কিন্তু “বাবা দিবস”, এমন একটা বিশেষ দিনের কি প্রয়োজন আছে !
এমন প্রশ্নে জবাবে ভূইয়াঁ মোহাম্মদ ইফতেখার বলেন, আসলে মায়েদের পাশাপাশি বাবারাও যে তাদের সন্তানের প্রতি দায়িত্বশীল- এটা বোঝানোর জন্যই এই দিবসটি প্রয়োজন আছে। কখনো বাবা সন্তানের দূরত্ব সৃষ্টি হলেও, এই একটি দিবস হয়তো আবার কাছে টেনে আনতে পারে। আবেগ আর মমতার টানে হয়তো, কমে যাবে দূরত্ব। তাই এমন একটি বিশেষ দিন থাকতে সমস্যা নেই।
পৃথিবীর সব বাবার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশের ইচ্ছা থেকে যার শুরু। এই নিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়- মা দিবস কয়েকশো বছর ধরে পালন করা হচ্ছে, কিন্তু সেই তুলনায় বাবা দিবসটি অনেক নতুন। দিবসটি সম্ভবত যুক্তরাষ্ট্রে প্রথম চালু হয়েছে এবং এর শুরু নিয়ে বেশ কয়েকটি গল্প আছে।
সবচেয়ে জনপ্রিয় এবং সম্ভবত গ্রহণযোগ্য গল্পটি হলো, ওয়াশিংটনের সোনোরা লুইস স্মার্ট নামের একজন নারী এই দিন উদযাপন শুরু করেন। ষষ্ঠ সন্তানের জন্ম দিতে গিয়ে তার মা মারা গেলে তার বাবা পরিবারটিকে বড় করে তোলেন। ১৯০৯ সালে সোনোরা গির্জার একটি বক্তব্যে মা দিবসের কথা জানতে পারেন। তখন তার মনে হলো, বাবার জন্যেও এরকম একটি দিবস থাকা উচিত। স্থানীয় বেশ কয়েকজন ধর্মযাজক তার এই আইডিয়াটি গ্রহণ করেন। ধারণা করা হয়, ১৯১০ সালের ১৯ জুন প্রথমবারের মতো বাবা দিবসটি পালন করা হয়, যদিও তা আনুষ্ঠানিক ছিল না। ১৯৬৬ সালে মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন বি. জনসন সিদ্ধান্ত নেন যে, প্রতি বছর জুনের তৃতীয় রবিবার বাবা দিবস হিসাবে পালন করা হবে। ছয় বছর পর প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এটিকে আইনে পরিণত করেন।
শশুড় বাবাও আমার আর এক বাবা- তাছলিমা কনা
আর একটি মধূর সম্পর্ক। শ্বশুড় বউ। কিন্তু সম্পর্ক বাবা মেয়ের। স্কুল টিচার তাছলিমা আক্তার কনার কাছে শ্বশুড় বউ সম্পর্কও বাবা ও মেয়ের সম্পর্ক। কনা বলেন, আমার বাবার সাথে অনেক স্মৃতি আছে। কিন্তু বিয়ে হওয়ার পর এখন বাবার কাছে নেই। কিন্তু আমার শ্বশুড় বাবা আমার আর এক বাবা। তিনি আমার বাবার শূণ্যতা বুঝতে দেন না। তাই বাবা দিবসও শ্বশুড় বাবার সাথেই পালন করি।
আমার পূত্রবঁধু-ও আমার আর এক সন্তান-আবদুল মালেক
আমার ছেলের বউকে আমি কখনো ছেলের বউ হিসেবে দেখিনি। ও আমার কাছে আমার সন্তানের মতোই। আমরা অনেক মজা করি। আমি মনে করি প্রতিটি পরিবারেই এমন সম্পর্ক থাকা উচিত। তাহলে বাবা দিবস আরো তাৎপর্যপূর্ণ হবে।
প্রতিবার “বাবা” দিবস সারা বিশ্বে পালিত হয় নানা আয়োজনে। এবার করোনা ভাইরাসের কারণে নেই কোন আয়োজন। কিন্তু তাই বলে থেমে থাকেনি ঘরোয়া আয়োজন। প্রতিটি পরিবারে ঘরে ঘরে পালিত হচ্ছে দিবসটি। পারিবারিক আয়োজনে শ্রদ্ধা ও ভালোবাসা জানানো হচ্ছে বাবাকে।
আজ বাবাকে নিয়ে কেক কাটা হবে। ফুল, নতুন জামা, প্রিয় বই উপহার দেওয়া হবে বাবাকে। আর যাদের বাবা আজ দূরে, সেই বাবার কথা মনে করে নীরবে চোখ মুছবেন অনেকে। আবার নিজের শিশু সন্তানকে বুকে টেনে নিয়ে কষ্ট ভোলার চেষ্টা করবেন কেউ কেউ। বিশ্ব বাবা দিবসে, সকল বাবাদের প্রতি শ্রদ্ধা।
ফারহানা নীলা
সিনিয়র রিপোর্টর
নিউজ নাউ বাংলা