জাতীয়লিড স্টোরি
বায়ুদূষণে আজ ঢাকা তৃতীয়
বায়ুদূষণের তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এলো রাজধানী ঢাকা। অন্যদিকে, দূষণের শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ। মঙ্গলবার (৬ জুন) বেলা ১১টার দিকে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।
তালিকার শীর্ষে অবস্থান করা জোহানেসবার্গের বায়ুর মানের স্কোর হচ্ছে ১৬২। এর অর্থ দাঁড়ায় সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে সৌদি আরবের রিয়াদ। শহরটির স্কোর হচ্ছে ১৫৯ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।
এরপরের অবস্থানে রয়েছে ঢাকা। ঢাকার বায়ুর মানের স্কোর হলো ১৫৫ অর্থাৎ এখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।