জাতীয়

সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে ‘সংসদীয় আরবান ককাস’ গঠিত

নগরীর সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় “সংসদীয় আরবান ককাস” গঠিত হয়েছে।

আজ সোমবার, আন্তর্জাতিক শিশু উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে পার্লামেন্ট মেম্বার্স ক্লাব সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ ককাস গঠন করা হয়।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল আলম টুকু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সকল শিশুই এই স্মার্ট বাংলাদেশের অংশীদার। তাই নগরীর সুবিধাবঞ্চিত শিশুদের স্মার্ট বাংলাদেশের আওতায় আনতে ‘পার্লামেন্টারি আরবান ককাস’ একটি সময়োপযোগী উদ্যোগ।

তিনি বলেন, নগরীর পিছিয়ে পড়া, সুবিধাবঞ্চিত ও বস্তিবাসী শিশুদের মধ্যেই হয়তো লুকিয়ে আছে ভবিষ্যত বাংলাদেশের সুযোগ্য নেতৃত্ব। তাই তাদের অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে তাদেরকেও স্মার্ট বাংলাদেশের আওতায় আনতে হবে। তিনি এ ব্যাপারে জনপ্রতিনিধিদের আরো যতœশীল হওয়ার আহ্বান জানান।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পরিচালক (অপারেশনস) সাগর মারান্ডীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন রানা মোহাম্মদ সোহেল এমপি এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উপ পরিচালক মঞ্জু মারিয়া পালমা।

নবগঠিত সংসদীয় আরবান ককাসের কোর সদস্যরা হলেন উপদেষ্টা: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল আলম টুকু; সভাপতি: রানা মোহাম্মদ সোহেল এমপি; সহ সভাপতি: আদিবা আনজুম মিতা এমপি; সহ সভাপতি: রুবিনা আক্তার মিরা এমপি; সদস্য সচিব: আরমা দত্ত এমপি; সদস্য: সিমিন হোসনে রিমি এমপি; জুয়েল আরেং এমপি; শবনম জাহান শীলা এমপি; শিরীন আহমেদ এমপি; শামসুন নাহার এমপি; হাবিবা রহমান খান এমপি এবং বাসন্তী চাকমা এমপি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button