অর্থ বাণিজ্য
২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেটকে স্বাগত জানিয়েছে বিডব্লিউসিসিআই
ঘোষিত ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেটকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই) । বৃহস্পতিবার একটি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ শুভেচ্ছা জানানো হয়।
সেই সঙ্গে বাজেটে কারিগরী শিক্ষা ও দক্ষতাবৃদ্ধি, সামাজিক সুরক্ষা, এসএমই সেক্টর, শিল্পউৎপাদন ও সেবাখাত এবং ই-কমার্স সেক্টরকে অগ্রাধিকার তালিকায় রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন নারী উদ্যেক্তাদের এই জাতীয় প্লাটফর্ম বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। এর মধ্যে নিম্ন লিখিত বিষয়গুলি অন্তর্ভূক্ত করার জন্য ধন্যবাদ জানিয়েছে সংস্থাটি।
সেই সাথে বেশ কিছু প্রস্তাবনাও তুলে ধরে সংস্থাটি।