ইসির রোডম্যাপের অগ্রগতি জানতে চায় জাপান
বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের রোডম্যাপের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছে জাপান। দেশটির রাষ্ট্রদূত উইয়ামা কিমিনোরি বৃহস্পতিবার (১ জুন) সকালে আগারগাঁওয়ে কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ ব্যক্ত করেন।
এদিন সিইসির সঙ্গে কমিশন ভবনে বৈঠক করেন জাপানের রাষ্ট্রদূত। পরে নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম বৈঠক বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
এর আগে গত বছরের সেপ্টেম্বরে জাপানের বিদায়ী রাষ্ট্রদূত ইতো নাওকিকে দ্বাদশ জাতীয় নির্বাচনের ঘোষিত রোডম্যাপ বিষয়ে ব্রিফ করেছিলেন সিইসি।
ইসি সচিব বলেন, খুলনা ও বরিশাল সিটি ঘুরে এলাম। প্রার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় হয়েছে। সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্বাচন কমিশন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠক বিষয়ে তিনি বলেন, জাপানের রাষ্ট্রদূত এসেছিলেন সৌজন্য সাক্ষাৎ করতে। উনার ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হওয়ার পর সিইসি সঙ্গে এটিই প্রথম সৌজন্য সাক্ষাৎ ছিল। উনি আমাদের নির্বাচনের রোডম্যাপের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। সিইসি গত সেপ্টেম্বরে ঘোষিত রোডম্যাপ বিষয়ে জাপানের রাষ্ট্রদূতকে ব্রিফ করেছিলেন। এটিই ছিল বৈঠকের মূল বিষয়।