আন্তর্জাতিককরোনা

ভ্যাকসিন উদ্ভাবনে কোনো প্রতিযোগিতা নেই; আছে মানবতা: বরিস জনসন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলছেন; করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন উদ্ভাবনের কাজে নিয়োজিত দেশগুলোর মধ্যে কোনো প্রতিযোগিতা নেই; আছে মানবতা।  মঙ্গলবার (৫ মে) এক টুইটার বার্তায় তিনি এ কথা লিখেছেন।

করোনা ভাইরাসের বিরুদ্ধে সমগ্র মানবতাকে এক হয়ে লড়াই করতে হবে উল্লেখ করে তিনি বলেন, “আমরা এক হয়ে লড়াই করলেই কোভিড-১৯ জয় করতে সক্ষম হবো।”

বরিস জনসন

প্রসঙ্গত,এর আগে, ২৩ এপ্রিল থেকে যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি উদ্ভাবিত করোনা ভাইরাসের একটি ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে প্রয়োগ শুরু হয়েছিল।

অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যমতে, বিভিন্ন দেশে করোনা ভাইরাসের সম্ভাব্য ১০৮টি ভ্যাকসিন উদ্ভাবনের প্রচেষ্টা চলছে।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে এ পর্যন্ত যুক্তরাজ্যে ১ লাখ ৯৪ হাজার ৯৯০ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪২৭ জনের। আর বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৭ লাখ, মারা গেছে আড়াই লাখ। আর সুস্থ হয়েছে সাড়ে ১২ লাখেরও বেশি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button