খবর
জন্টা ক্লাবের প্রথম বার্ষিক সভা অনুষ্ঠিত
বন্দরনগরী চট্টগ্রামের হোটেল রেডিসনে তিনদিন ব্যাপি অনুষ্ঠিত হয় জন্টা ক্লাবের প্রথম বার্ষিক এলাকা সভা। এতে অংশগ্রহণ করেন জন্টা ক্লাব এরিয়া-২, জেলা ২৫ এর প্রতিনিধিরা।
অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন, জন্টা ক্লাব ঢাকা -১,এরিয়া-২,জেলা-২৫। এছাড়াও বাংলাদেশের ঢাকাসহ অন্যান্য জন্টা ক্লাবও এখানে অংশ নেন। এর মধ্যে চট্টগ্রামের জন্টা ক্লাব, ইন্ডিয়া ও নেপালের জন্টা ক্লাব এই প্রথম সম্মেলনে যোগদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালের জন্টা ক্লাবের জেলা গভর্নর সৃজানা রানা।
আরও উপস্থিত ছিলেন, ঢাকার এরিয়া ডিরেক্টর ফারাহনাজ কাইউম, দিলরুবা আহমেদ সহ অন্যান্য ক্লাবের প্রেসিডেন্ট, ডিরেক্টর ও সদস্যরা।