জাতীয়লিড স্টোরি

প্রধানমন্ত্রী কক্সবাজারে আইকনিক রেলস্টেশন উদ্বোধন আজ

বহুল প্রতিক্ষীত ১০২ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন শনিবার (১১ নভেম্বর) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে চট্টগ্রাম হয়ে সারা দেশের সঙ্গে রেলপথে সংযুক্ত হবে কক্সবাজার। এ ছাড়াও একই দিনে বহুল আলোচিত মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরসহ কক্সবাজারে আরও ১৬টি প্রকল্প উদ্বোধন করবেন তিনি।

শনিবার (১১ নভেম্বর) কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিনে সুধী সমাবেশ ও জনসভায় ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর সফর ঘিরে খুশি সর্বস্তরের মানুষ।
নবনির্মিত দোহাজারী-কক্সবাজার রেলপথ চলাচলের জন্য উদ্বোধন করে কক্সবাজার আইকনিক স্টেশনে নামবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী ফলক উন্মোচন করে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।
রেলপথ বাস্তবায়নে পর্যটন শিল্পে ইতিবাচক পরিবর্তন হবে বলে মনে করেন  কক্সবাজার চেম্বার এন্ড কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে জেলার সর্বত্র সাজ সাজ রব। পাড়া-মহল্লা থেকে শুরু করে সবখানে উৎসবের আমেজ। স্বপ্নের প্রকল্প উদ্বোধনের অপেক্ষায় কক্সবাজারবাসী।
এদিন মহেশখালীর মাতারবাড়িতে উপজেলা আওয়ামী লীগের জনসভায়ও ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button