জাতীয়

এরতেজাকে ২ দিনের রিমান্ডে চায় পিবিআই

ভোরের পাতার সম্পাদক কাজী এরতেজা হাসানকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার (২ নভেম্বর) এরতেজাকে ২ দিনের রিমান্ডে নেওয়ার আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।
পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ জানান, এরতেজাকে ২ দিনের রিমান্ডে নেওয়ার আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করলে অভিযোগের বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এর আগে মঙ্গলবার (১ নভেম্বর) রাতে রাজধানীর গুলশান থেকে জালিয়াতির অভিযোগে এরতেজাকে গ্রেফতার করে পিবিআই। রাজধানীর খিলক্ষেত থানায় জমি জালিয়াতি ও প্রতারণার অভিযোগে দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়।
পিবিআই জানায়, গত ১ জানুয়ারি আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়ার ভাই সাইফুল ইসলাম বাদি হয়ে খিলক্ষেত থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আরও তিনজনকে আসামি করা হয়েছে। তারা হলেন- আবু ইউসুফ আবদুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button