আন্তর্জাতিককরোনা

‘আগস্টেই শেষ হবে করোনার ভ্যাকসিন তৈরি’

এবছরের আগস্টের মাঝামাঝি সময়েই করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরির কাজ শেষ হবে বলে জানিয়েছেন ব্রিটিশ সরকার গঠিত ভ্যাকসিন প্রস্তুত টাস্কফোর্সের অন্যতম একজন উপদেষ্টা জন বেল। (খবর দ্য গার্ডিয়ান)।

জন বেল জানিয়েছেন, ‘চলতি সপ্তাহেই করোনার সম্ভ্যাব্য ভ্যাকসিন মানবদেহে প্রয়োগ শুরু করেছেন অস্কফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তবে কবে বাজারে আসবে তা বলা যাচ্ছে না। তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো ভ্যাকসিনটির কার্যকারিতার সব পরীক্ষা সম্পন্ন করা।’

‘আগস্টেই শেষ হবে করোনার

ব্রিটিশ সরকারের এই উপদেষ্টা বলেন, ‌‘সবচেয়ে বড় বিষয় হলো, এটা কী মানুষকে রক্ষা করবে? কারণ, ভ্যাকসিনটির পুরো কার্যক্রম তখনই সম্পন্ন হবে; যখন আপনি উল্লেখযোগ্যসংখ্যক মানুষের দেহে এর প্রয়োগ করবেন। তারপর তাদের সুস্থ হওয়ার লক্ষণ দেখতে হবে। তারও পরে তাদের আবারও এই ভাইরাসটির সংস্পর্শে নিতে হবে এবং তখন তাদের মধ্যে কতজন ভাইরাসটি সংক্রমিত হয়েছেন; সেটি হিসাব করতে হবে।’

তিনি আরও বলেন, ‘যদি সবকিছু ঠিকঠাক মতো আগায় আর এটার কার্যকারিতা প্রত্যাশিত মানেই থাকে, তাহলে আমি মনে করি, অক্সফোর্ডের গবেষকরা আগস্টের মাঝামাঝি সময়ের মধ্যেই এর সব ধরনের পরীক্ষা সম্পন্ন করতে সক্ষম হবেন।’

‘আগস্টেই শেষ হবে করোনার ভ্যাকসিন তৈরি’

তিনি জানান, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গত বৃহস্পতিবার প্রথমবারের মতো তাদের তৈরি করোনার এই সম্ভাব্য ভ্যাকসিন মানবদেহে প্রয়োগ শুরু করেছেন। এর আগে ভ্যাকসিনটি মানবদেহে প্রয়োগের কার্যকারিতা ও এর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে গবেষণা সম্পন্ন হয়েছে।

‘আগস্টেই শেষ হবে করোনার ভ্যাকসিন তৈরি’

তিনি আরও জানান, আগামী মে মাসের মাঝামাঝি কিংবা শেষদিকে যদি দেখা যায় মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থায় ভ্যাকসিনটির শক্তিশালী প্রতিক্রিয়া তৈরির প্রমাণ চলে আসতে শুরু করেছে, তাহলে ভ্যাকসিন তৈরির কাজ অনেকটাই এগিয়ে যাবে। পরবর্তী এবং সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়াবে কীভাবে শত শত কোটি ভ্যাকসিন উৎপাদনের কাজটি শুরু করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button