জাতীয়

শনিবার আইইবির ৬০তম কনভেনশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৬০ তম কনভেনশন আগামীকাল শনিবার (১৩ মে) অনুষ্ঠিত হবে। কনভেনশনের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১২ মে) ঢাকার রমনায় আইইবিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আইইবির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন শীবলু লিখিত বক্তব্যে জানান, আগামীকাল (শনিবার) বেলা ১১টায় আইইবির ৬০তম কনভেনশনের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের কনভেনশনের স্লোগান-‘ইনোভেটিভ ইঞ্জিনিয়ারিং ইন দ্যা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন’।

উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও ৫ দিনব্যাপী কনভেনশনে রয়েছে জাতীয় সেমিনারের উদ্বোধনী ও সমাপনী পর্ব, শহীদ প্রকৌশলী পরিবারের সংবর্ধনা, ৪টি স্মৃতি বক্তৃতাসহ বিদেশি অতিথিদের সংবর্ধনা এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রধানমন্ত্রীর কাছে কোন কোন বিষয়গুলো তুলে ধরা হবে এমন প্রশ্নে ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন শীবলু জানান, স্মার্ট বাংলাদেশ নির্মাণে সারা বাংলাদেশের প্রকৌশলী সমাজের পক্ষ থেকে কয়েকটি প্রয়োজনীয় বিষয় তুলে ধরা হবে।

বিষয়গুলো হলো ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে প্রধান প্রকৌশলী থেকে নির্বাহী প্রকৌশলী পর্যন্ত মর্যাদা অনুযায়ী অন্তর্ভুক্ত করা। প্রকৌশল সংস্থাসমূহে শীর্ষপদগুলোতে অপ্রকৌশলী ব্যক্তিদের স্থলে প্রকৌশলীদের পদায়ন করা৷ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশল উইং সৃষ্টি করা। কারিগরি জ্ঞানহীন বা প্রকৌশল কাজে চর্চাবিহীন ব্যক্তিদের পিডি হিসেবে নিয়োগ না দিয়ে কারিগরি জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের পিডি হিসেবে নিয়োগ করা।

এলজিইডি, পানি সম্পদ প্রকৌশল, আইসিটি এবং টেক্সটাইল ক্যাডার অনুমোদন করা। টেলিকমিউনিকেশন ক্যাডারে বন্ধকৃত নিয়োগ চালু করা। বাংলাদেশ সিভিল সার্ভিসের সিনিয়র সার্ভিস পুল অর্থাৎ মন্ত্রণালয়ের উপ-সচিব পদে বিভিন্ন ক্যাডারের মধ্যে থেকে উন্মুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া।

অতিরিক্ত প্রধান প্রকৌশলী বা সমমর্যাদার পদসমূহকে দ্বিতীয় গ্রেড এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী বা সমমর্যাদার পদসমূহকে তৃতীয় গ্রেড প্রদান করা। বেসরকারি চাকরিতে অবস্থানরত প্রকৌশলীদের জন্য চাকরির নীতিমালা প্রণয়ন করা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button