জাতীয়
বায়তুল মোকাররমে স্বর্ণের মার্কেটে আগুন
বায়তুল মোকাররমের স্বর্ণের মার্কেটের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ এপ্রিল) দুপুর ২টা ৫৩ মিনিটে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। এরই মধ্যে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে জানানো হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বায়তুল মোকাররমের স্বর্ণ মার্কেটের দ্বিতীয় তলায় বিদ্যুতের লাইন থেকে আগুনের সূত্রপাত হয় বলে আমাদের কাছে খবর আসে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে যাত্রা করে।
রাশেদ বিন খালিদ আরও বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি।