নবাবপুরের আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী
রাজধানীর পুরান ঢাকার নবাবপুর টাওয়ারে পাশে আইয়ুব ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধারকাজে অংশ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি সম্মিলিত সাহায্যকারী। এছাড়া আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ১১টা ২২ মিনিটে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, নবাবপুরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী সম্মিলিতভাবে কাজ করছে।
এর আগে, রাত ১০টার পর নবাবপুরের সুরিটোলা মার্কেটের পাশে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের সদরদপ্তরে মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, ধারণা করা হচ্ছে কারখানাটি প্লাস্টিকের। যে গলির ভেতরে আগুন লেগেছে সেখানে কয়েকজন আটকা পড়েছে। আগুন নেভানোর পাশাপাশি তাদের উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে।