জাতীয়

আরাভকে ফেরাতে দুবাই কাগজপত্র পাঠাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকায় পুলিশ হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। এ জন্য আরাভবিষয়ক সব প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত করে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে বাংলাদেশ মিশন।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান।
তিস্তার খাল খননের বিষয়ে ভারতকে দেওয়া বাংলাদেশের চিঠির জবাব মিলেছে কিনা জানতে চাইলে মুখপাত্র জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া কূটনৈতিক পত্রের (নোট অব ভারবাল) জবাব এখনো দেয়নি ভারত।
র‌্যাব নিয়ে ডয়েচে ভেলে ও নেত্রনিউজের প্রতিবেদনের প্রসঙ্গে তিনি বলেন, র‌্যাব দেশের নিরাপত্তার স্বার্থে কাজ করে। কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য র‌্যাবকে ব্যবহার করা হচ্ছে না। এ ব্যাপারে আমরা নিশ্চিত।
ইউক্রেন ইস্যুতে জাতিসংঘে ভোটদানে বাংলাদেশের বিরত থাকার ব্যাখ্যায় সেহেলী বলেন, যখনই জাতিসংঘে কান্ট্রি বেসিস ভোটের ভিত্তিতে নির্দিষ্ট রেজুলেশন হয়, তখন বাংলাদেশ সাধারণত ভোটদানে বিরত থাকে। কারণ ইউক্রেন এবং রাশিয়ার বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। তাই রেজ্যুলেশনে কী আছে তা পরীক্ষা করে আমরা মতামত জানাব।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভিসা বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশিদের বিষয়ে এখনও আনুষ্ঠানিক তথ্য দেয়নি সৌদি আরব। ভিসা বাণিজ্যে গ্রেপ্তার আট বাংলাদেশির মধ্যে ছয়জনের পরিচয় আমরা জানতে পেরেছি। তাদের পরিবার থেকেও এ ব্যাপারে যোগাযোগ করেনি। সৌদির পক্ষ থেকে তথ্য পেলে পরবর্তী ব্যবস্থা নেবে বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button