আন্তর্জাতিক

পাকিস্তানে যাকাত নেয়ার সময় পদদলিত ১১ জনের মৃত্যু

পাকিস্তানের করাচিতে রমজান উপলক্ষে যাকাতের পণ্য আনতে গিয়ে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৮ জন নারী এবং তিন শিশু রয়েছে। খবর: দ্য ডনের

শুক্রবার শহরের নৌরুস মোড়ের একটি কারখানার খাদ্য বিতরণ কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে বলা হয়, বিনামূল্যের আটা সংগ্রহ করতে সকাল থেকেই ওই কারখানায় শত শত মানুষ জড়ো হতে থাকেন। একপর্যায়ে মানুষ আতঙ্কিত হয়ে একে অন্যকে ধাক্কা দেয়া শুরু করলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন।

হতাহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া এ ঘটনায় তদন্তকাজ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

এদিকে এ ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিও।

পুলিশ জানিয়েছে, যাকাত ও পণ্য নিতে সেখানে অসংখ্য মানুষ জড়ো হন। ওই সময় ফ্যাক্টরির নালায় পড়ে যান অনেকে। নিহতদের বেশিরভাগের মৃত্যু হয়েছে নালায় পড়ে। এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button