জাতীয়

ঢাবি শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদ ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের গ্রেপ্তারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ শনিবার (১ এপ্রিল) বেলা ১১টা থেকে শাহবাগ মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিতে শুরু করে। এ সময় শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে থাকেন। এ সময় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের গ্রেপ্তারের দাবি জানিয়েছে তারা। ফলে শাহবাগ মোড়কে ঘিরে থাকা সবগুলো সড়কে বেশ যানজট তৈরি হয়েছে।

শিক্ষার্থীরা জানান, যতক্ষণ পর্যন্ত প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা না নেওয়া হবে, ততক্ষণ আমাদের এই আন্দোলন চলতে থাকবে।

তারা জানান, কিছু গণমাধ্যম হলুদ সাংবাদিকতার মাধ্যমে দেশবিরোধী চক্রান্ত করে আসছে। তাদের এ চক্রান্ত আমরা মেনে নেব না। আমরা চাই দেশে সুস্থ সাংবাদিকতার প্রসার ঘটুক।

উল্লেখ্য, স্বাধীনতা দিবসের দিন দৈনিক প্রথম আলোয় একটি প্রতিবেদন মিথ্যা তথ্য দিয়ে প্রকাশের অভিযোগে প্রথম আলোর সাভার প্রতিনিধি সাংবাদিক শামসুজ্জামান শামসকে গ্রেফতার করে পুলিশ। তার গ্রেফতারের পর পক্ষে-বিপক্ষে নানা যুক্তি উপস্থাপন করে নানা মহল। এরই ধারাবাহিকতায় আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেন।

Related Articles

Leave a Reply

Back to top button