রাজনীতি

রুমিনের আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইনুর স্ত্রী রীনা

বিএনপি থেকে মনোনীত সংরক্ষিত নারী আসনের সদস্য রুমিন ফারহানার পদত্যাগে শূন্য হওয়া আসনে উপনির্বাচন হচ্ছে। এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সহ-সভাপতি আফরোজা হক রীনা। তিনি জাসদ সভাপতি হাসানুল হক ইনুর স্ত্রী।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির যুগ্মসচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেনের কাছে রীনা মনোনয়নপত্র জমা দেন।
আওয়ামী লীগের প্যাডে ১৪ দলের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন রীনা। মনোনয়নপত্র জমার সময় দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার ও দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।
ইসির তফসিল অনুযায়ী, এ উপনির্বাচনে মনোনয়নপত্র বাছাই ২ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৬ মার্চ। এরপর ২০ মার্চ ভোট।
একক প্রার্থী হওয়ায় আফরোজা হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। বাছাইয়ে প্রার্থিতা বৈধ হওয়ার পর প্রত্যাহারের সময় পেরিয়ে গেলেই ওই আসনে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করবে ইসি সচিবালয়।

Related Articles

Leave a Reply

Back to top button