তুষারঝড়ে বিধ্বস্ত যুক্তরাষ্ট্র, দেড় হাজারেরও বেশি ফ্লাইট বাতিল
মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা-সহ উত্তরাঞ্চলের নানা প্রান্তে শক্তিশালী শীতকালীন ঝড় বইছে। এর জেরে বুধবার রাত থেকে এক হাজার তিনশ’র বেশি ফ্লাইট বাতিল করল দেশটির একাধিক বিমান সংস্থা। এতে চরম বিপাকে পড়েছেন অভ্যন্তরীণ রুটের যাত্রীরা। খবর: রয়টার্স, বিবিসি, ডয়েচে ভেলে।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী জানা গেছে, উচ্চগতির বাতাস ও ভারী তুষারসহ যুক্তরাষ্ট্রের মধ্য ও পশ্চিমের রাজ্যগুলোতে বুধবার দেশটির ১ হাজার ৬৪০ বিমান ফ্লাইট বাতিল করা হয়েছে। বৃহস্পতিবারও একই পরিস্থিতি।
সিএনএন জানিয়েছে, স্থানীয় এয়ারলাইন স্কাইওয়েস্ট ৩৫০টিরও বেশি বিমান ফ্লাইট বাতিল করেছে।
সবচেয়ে ভয়াবহ অবস্থা মিনেপলিস, ডেনভার এবং ডেট্রয়েট বিমানবন্দরের। এই বিমানবন্দরগুলোতে পরিষেবা কার্যত থমকে গেছে। এছাড়াও টরন্টো বিমানবন্দরের পরিস্থিতিও ভয়াবহ।
শিকাগোর একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে। বুধবার সন্ধ্যায় বৃহস্পতিবারের ৪০০টি বিমান ফ্লাইট বাতিল। সব মিলিয়ে আমেরিকার ১২টি বিমানবন্দরে আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। কবে এই পরিস্থিতি শেষ হবে, তা নিয়ে এখনো স্পষ্ট করে কিছু বলা হয়নি।