রাজনীতি
শেখ হাসিনা ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়ে সৃষ্টির কথা ভাবেন: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সময়ের সবচেয়ে ঝুঁকিপুর্ণ রাজনীতিকের নাম শেখ হাসিনা, যিনি ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়ে সৃষ্টির কথা ভাবেন।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় প্রেসক্লাবে অধ্যক্ষ রওশন আরা মান্নান রচিত ‘দেশরত্ন শেখ হাসিনার স্বর্ণযুগ’ নামক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, ‘১৪ বছরের সফল নেত্রী শেখ হাসিনা, এ দেশের রাজনীতির একটি ইতিহাস। রাজনৈতিক পরিবর্তনের আধুনিক রূপকার শেখ হাসিনা। আমাদের দেশে যারা নেতৃত্ব দেন, রাজনীতিবিদদের মাঝে জ্ঞানের স্বল্পতা রয়েছে।’
সেতুমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা পরবর্তী নির্বাচন নিয়ে ভাবেন না, তিনি ভাবেন আগামীর প্রজন্মের কাছে সুন্দর একটি দেশ উপহার দেবার কথা।’
শেখ হাসিনার জন্যই বাংলাদেশের গণতন্ত্র শৃঙ্খলা মুক্ত হয়েছে জানিয়ে কাদের বলেন, ‘বিএনপি গণতন্ত্রকে হত্যা করেছিলো কারা ইতিহাস সাক্ষী। ভোট জালিয়াতি শুরু করেছিলো তারা। তাদের টার্গেটই একদফা সরকার হটাও ক্ষমতা দখল। তাদের দৃশ্যমান কোনো উন্নয়ন নেই যা দেশের মানুষকে দেখাতে পারবেন।’
মন্ত্রী বলেন, ‘সাহস আর সততার জন্য শেখ হাসিনা নিজের টাকায় সেতু করেছে। এ দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে শেখ হাসিনাকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ অতিক্রম ও সংগ্রাম করতে হয়েছে। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর আওয়ামী লীগই করেছে যা এ দেশের জন্য দৃষ্টান্ত।’
তত্ত্বাবধায়কের নামে কতগুলো চক্রান্তকারীদের দিয়ে শেখ হাসিনাকে পদে পদে অপদস্ত করা হয়েছে জানিয়ে কাদের বলেন, ‘বিএনপি তত্ত্বাবধায়ক সরকারে বিশ্বাস করে। যতই চেষ্টা করুক না কেন আমরা সংবিধানের বাইরে যাবো না। ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচনে আসতেই হবে এর কোনো বিকল্প নেই।’
বিএনপির পঞ্চাশ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে সরকার মামলা দিয়েছে কি না এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘তাদের এতো নেতাকর্মীই তো নেই, এ সময় তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন জাতীর সামনে তালিকা দেন।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির সময় হাস্যকর মামলা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। জ্বালাও পোড়াও করে করে তারা দেশের সম্পদ নষ্ট করেছে তা সবার জানা। ফখরুল খুনের মামলার আসামি, মাদক মামলার আসামির জন্যও বিবৃতি দেয়।’