খেলা

বিপিএলের ফাইনালে শেষ হাসি কার; কুমিল্লা নাকি সিলেটের?

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ফাইনালে আজ মাঠে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স।

সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বিপিএল শিরোপা জয়ের মধ্য দিয়ে অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজা ও ইমরুল কায়েস নিজেদের আরও এক ধাপ এগিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন।

বিপিএলের সফলতম অধিনায়ক মাশরাফি মাঠে নামবেন নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করে পঞ্চম ট্রফির আশায়।

আর ইমরুলের চাওয়া থাকবে তৃতীয় ট্রফি জিতে মাশরাফির আরেকটু কাছে যাওয়ার।

মাশরাফির নেতৃত্বে বিপিএলের প্রথম দুই আসরের শিরোপা জিতে নেয় ঢাকা গ্ল্যাডিয়েটর্স।

এরপর কুমিল্লার পরে রংপুরকেও শিরোপা উপহার দেন মাশরাফি।

ইমরুল কায়েস বিপিএলের প্রথম আসরে খেলেন সিলেট রয়্যালসের হয়ে। পরেরবার রংপুর রাইডার্সে। তৃতীয় আসর থেকে লম্বা সময় রয়ে যান কুমিল্লায়। ২০১৯ সালে তার অধিনায়কত্বে শিরোপা জিতে কুমিল্লা।

২০১৯-২০ আসর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে কাটানোর পর গত আসরে আবার ফিরে আসেন কুমিল্লার অধিনায়ক হয়ে। এবার ধরা দেয় শিরোপা। কুমিল্লাকে শিরোপা এনে দেওয়া দুই আসরের কোনোটিতেই ব্যাট হাতে খুব ভালো পারফর্ম করতে পারেননি ইমরুল।

ফাইনালের আগে নির্ভার দুদলই। তেমন কোনো গুরুতর ইনজুরি সমস্যা নেই কারও। অবশ্য পরিসংখ্যানে এগিয়ে থাকবে কুমিল্লাই। দু’দলের শেষ ৩ বারের দেখায় ২ বারই শেষ হাসি কুমিল্লার। তবে ফাইনালে দু’দলের একাদশে খুব বেশি পরিবর্তন আসার সম্ভাবনা নেই।

প্লে-অফে হারের প্রতিশোধ নিয়ে প্রথমবারের মতো ট্রফি উঁচিয়ে ধরবে মাশরাফির সিলেট নাকি চতুর্থ শিরোপা জয়ের স্বাদ নেবে কুমিল্লা সেটাই এখন দেখার বিষয়।

Related Articles

Leave a Reply

Back to top button