রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য বাড়াতে ব্যবসায়ীদের উৎসাহ দিচ্ছে বিএনপি : তথ্যমন্ত্রীর

রমজান মাস সামনে রেখে বাজারে দ্রব্যমূল্য বাড়াতে অসৎ ব্যবসায়ী ও মজুতদারদের বিএনপি উৎসাহিত করছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রমজান ঘিরে দ্রব্যমূলের দাম নিয়ন্ত্রণের চেয়ে আওয়ামী লীগ হামলা-মামলায় বেশি ব্যস্ত, বিএনপি নেতাদের এ মন্তব্য প্রসঙ্গে পাল্টা প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, রমজানে দ্রব্যমূল্য বাড়বে- বিএনপির আগে থেকে এ ধরনের কথা বলার উদ্দেশ্য কী?

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে ফরাসি রাষ্ট্রদূত ম্যারি ম্যাসদুপুইয়ের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

ড. হাছান মাহমুদ বলেন, এখনো তো রমজান আসেনি। রমজান আসতে একমাস বাকি। তার আগেই রমজানে দ্রব্যমূল্য বাড়ার বিষয়টি আলোচনায় আনতে চাইছে বিএনপি। উদ্দেশ্য একটাই, দ্রব্যমূল্য বাড়াতে ব্যবসায়ীদের উৎসাহিত করা। বিএনপি অসৎ ব্যবসায়ী ও মজুতদারদের দ্রব্যমূল্য বাড়াতে উৎসাহিত করছে। তারা হয়তো ব্যবসায়ীদের বলতে চায়- তোমরা দাম বাড়াও, বিএনপি তোমাদের সঙ্গে আছে, থাকবে।

শান্তি সমাবেশের নামে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচিকে দলটির রাজনৈতিক দৈন্য আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির এক নেতা। এ নিয়ে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ রাজপথের দল। আমাদের সবসময় কর্মসূচি ছিল ও থাকবে। আমরা কাউকে রাজপথ ইজারা দিইনি।

তিনি বলেন, বিএনপির উদ্দেশ্যই হচ্ছে রাজপথ দখল করে সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা। কদিন আগে ইউনিয়নে ইউনিয়নে পদযাত্রা করেছে। আমাদের দলের শান্তি সমাবেশের ওপর হামলা করে গাড়ি পুড়িয়েছে। সেখানে তাদের অগ্নিসন্ত্রাসীদের দেখা গেছে। যা গণমাধ্যমেও এসেছে।

তথ্যমন্ত্রী আরও বলেন, বিএনপি দলের জন্য কোনো রাজনীতি করে না, রাজনীতি করে নিজেদের জন্য, খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য। তারা যেভাবেই হোক ক্ষমতা দখল করতে চায়। আওয়ামী লীগ জনগণের ক্ষমতায় বিশ্বাসী। আমরা রাজপথে আছি, থাকবো। কাউকে রাজপথে নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button