আন্তর্জাতিক

সিরিয়া যাচ্ছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসিস বলেছেন, তিনি প্রতিবেশী তুরস্কের সাথে যুগপৎ ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়া সফরে যাবেন। সাম্প্রতিক এই ভূমিকম্পে দু’দেশের ২১ হাজারেরও বেশি লোক প্রাণ হারিয়েছে।
বৃহস্পতিবার ‘হু’ প্রধান এক টুইট বার্তায় বলেছেন, তিনি সিরিয়া সফরে যাবেন। সেখানে তিনি সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার বিষয়টি সরেজমিনে পরিদর্শন করবেন। সারা দেশে ডব্লিউএইচও-এর দীর্ঘ মেয়াদে স্বাস্থ্য সেবা দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে।’খবর এএফপি’র।
একই সময়ে জাতিসংঘ ঘোষণা করেছে, ‘সংস্থার মানবাধিকার ও জরুরি ত্রাণ’ বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মার্টিন গ্রিফিথস এই সপ্তাহের শেষ দিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক ও সিরিয়া সফরে যাবেন।
বাব আল-হাওয়া সীমান্ত ক্রসিং-এর একজন কর্মকর্তা এএফপি’কে বলেছেন, বিধ্বংসী ভূমিকম্পের পর প্রথম একটি ত্রাণবাহী বহর বৃহস্পতিবারের ভোরে বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে  পৌঁছেছে।

Related Articles

Leave a Reply

Back to top button