অন্যান্য খবরখবরপ্রযুক্তি

নতুন সেবা নিয়ে এবার চ্যাটজিপিটি প্লাস

ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ গত বছরের নভেম্বরে উন্মুক্ত হওয়ার পর দ্রুত জনপ্রিয়তা পাওয়া এই প্রযুক্তি বিশ্বে তৈরি করেছে আলোড়ন।

বিনা মূল্যে ব্যবহারের সুযোগ থাকায় এরই মধ্যে মাসে ১০ কোটির বেশি ব্যবহারকারী নিয়মিত চ্যাটজিপিটি ব্যবহার করছেন। এ জনপ্রিয়তা ধরে রাখতে ‘চ্যাটজিপিটি প্লাস’ সংস্করণ বাজারে আনার ঘোষণা দিয়েছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। নতুন সংস্করণটিতে বেশ কিছু বাড়তি সুবিধা পাওয়া যাবে তবে এর জন্য গ্রাহকদের মাসে ২০ মার্কিন ডলার খরচ করতে হবে ।

প্রবেশে অগ্রাধিকার

একই সময়ে সর্বোচ্চ সংখ্যক ব্যবহারকারী (ট্রাফিক) থাকলেও চ্যাটজিপিটিতে প্রবেশ ও বিভিন্ন সুবিধা দ্রুত ব্যবহার করা যাবে চ্যাটজিপিটি প্লাস সংস্করণে। ফলে দ্রুত প্রশ্নের উত্তর পাওয়ার পাশাপাশি চ্যাটজিপিটির সাহায্যে বিভিন্ন কাজ স্বচ্ছন্দে করিয়ে নেওয়া যাবে। শুধু তা–ই নয়, চ্যাটজিপিটিতে নতুন কোনো সুবিধা যুক্ত হলে বা হালনাগাদ সংস্করণ এলে সবার আগে ব্যবহারের সুযোগ পাবেন চ্যাটজিপিটি প্লাস ব্যবহারকারীরা।

যারা ব্যবহার করতে পারবেন

চ্যাটজিপিটি প্লাস সংস্করণটি প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা ব্যবহার করতে পারবেন। তবে পর্যায়ক্রমে অন্যান্য দেশ থেকেও সংস্করণটি ব্যবহার করা যাবে। প্রাথমিকভাবে কম্পিউটারে এ সুবিধা পাওয়া গেলেও ভবিষ্যতে মুঠোফোন থেকেও চ্যাটজিপিটি প্লাস ব্যবহার করা যাবে।

ওপেনএআই জানিয়েছে, নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারীকে অর্থের বিনিময়ে বাড়তি সুবিধা দেওয়ার মাধ্যমে অন্যদের স্থায়ীভাবে বিনা মূল্যে চ্যাটজিপিটি ব্যবহারের সুযোগ দিতে চ্যাটজিপিটি প্লাস সংস্করণটি উন্মুক্ত করা হবে।

 

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button