তুরস্কের প্রেসিডেন্টের ভূমিকম্প দুর্গত এলাকা পরিদর্শন
ভূমিকম্পে তুরস্কের সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরগুলো পরিদর্শন করছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।কাহরামানমারাস এবং হাতাই ছাড়াও তার ভূমিকম্পের কেন্দ্রস্থল পাজারসিকে যাওয়ার কথা রয়েছে বলে জানায় বিবিসি।
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত প্রায় সাড়ে ১৫ হাজার জন প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত তুরস্কে মারা গেছেন ১২ হাজার জন এবং সিরিয়ায় ৩ হাজার জন।
গত সোমবার হয়ে যাওয়া ৭ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্পে দুই দেশে মৃত মানুষের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে চলেছে। তুরস্ক ও সিরিয়া সরকারের হিসাব অনুসারে, প্রথম দিন শেষে মৃতের সংখ্যা ছিল আড়াই হাজারের বেশি। দ্বিতীয় দিন এই সংখ্যা সাড়ে ৬ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত এ সংখ্যা সাড়ে ১৫ হাজার এ পৌঁছেছে। ভূমিকম্পে তুরস্কের ১০টি ও সিরিয়ার ৪টি প্রদেশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
সময় যত গড়াচ্ছে মরদেহের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে স্বজনহারা মানুষের কান্না; বাড়ছে ঘরবাড়ি হারানো লোকজনের দুর্ভোগও। বৈরি আবহাওয়া এবং ভূমিকম্পের ব্যাপক ধ্বংসযজ্ঞের ফলে উদ্ধারকাজে এখনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। এমনকি হতাহত এবং নিখোঁজ নারী-পুরুষ ও শিশুর সঠিক সংখ্যাটিও জানা যায়নি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস সতর্ক করে বলেছেন, ভূমিকম্পে আহত ও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা মানুষের জন্য সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। সংস্থাটির আশঙ্কা, ভয়াবহ এ ভূমিকম্পে দুই দেশে মৃত মানুষের মোট সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে।