জাতীয়

‘ঠাকুরগাঁওয়ের প্রতীমা ভাঙার বিষয়টি সাম্প্রদায়িক নয় বরং রাজনৈতিক’

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে বিভিন্ন মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনাটি সাম্প্রদায়িক সংঘাত নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক। তিনি বলেন, স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় ঠাকুরগাঁওয়ে সম্প্রদায়িক সম্প্রীতে বিনষ্টের চেষ্টা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংগঠনটির মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক লিখিত বক্তব্যে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গিতে প্রতিমা ভাঙচুর পরবর্তী ঘটনায় জড়িতদের যথাযথ বিচারের দাবি জানিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।

এ সময় ঘটনাটি সাম্প্রদায়িক নয় বরং স্বার্থান্বেষীমহলের ষড়যন্ত্র বলে উল্লেখ করে তিনি বলেন, ‘‘দেশি-বিদেশী বিভিন্ন গণমাধ্যম ও ফেসবুক গ্রুপে ফলাও করে এ ঘটনাটিকে সাম্প্রদায়িক হামলা হিসেবে প্রচার করা হয়। এমনকি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কেও বাংলাদেশবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং দেশেও বিভিন্ন সংগঠন ইতোমধ্যে ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের কর্মসূচী আহ্বান করেছে। যদিও আমাদের নিজস্ব পর্যবেক্ষণে বিষয়টি মোটেও সাম্প্রদায়িক নয় বরং স্বার্থান্বেষীমহলের ষড়যন্ত্র বলে মনে হয়েছে ‘’

এ সময় ভারতীয় নেতৃবৃন্দ বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ধারনা পোষণ করুক, এমন মন্তব্য করে  সংগঠনটির মহাসচিব গোবিন্দ চন্দ্র বলেন ‘‘ আগামী ১৬ ও ২৭ ফেব্রুয়ারি ভারতের ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে নির্বাচন। নির্বাচন উপলক্ষ্যে ভারতীয় প্রায় সকল রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এ অঞ্চলগুলোতে অবস্থান করছে। ফলে বাংলাদেশের যে কোন ঘটনার খবর খুব তাড়াতাড়ি তাদের কাছে পৌঁছাচ্ছে এবং তারাও খুব সহজেই তা পর্যবেক্ষণ করতে পারছে। বন্ধুপ্রতিম ভারতীয় নেতৃবৃন্দের কাছে বাংলাদেশের যে কোন নেতিবাচক খবর দুই দেশের সম্পর্কে আস্থাহীনতা তৈরি করতে পারে। আমরা চাই ভারতীয় নেতৃবৃন্দ বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ধারনা পোষণ করুক। তাই আপনাদের সবার কাছে অনুরোধ অতিরঞ্জিতভাবে কোন কিছুকে প্রচার করা থেকে বিরত থাকুন।’’

সংগঠনটির পক্ষ থেকে রাজনৈতিক ঘটনাকে সাম্প্রদায়িক সংঘাত হিসেবে প্রচার না করার অনুরোধ জানানো হয়। এ সময় সংগঠনটির নির্বাহী সভাপতি দীনবন্ধু রায় উপস্থিত ছিলেন।

 

 

 

Related Articles

Leave a Reply

Back to top button