আন্তর্জাতিককরোনা

বিশ্বে করোনা পরিস্থিতি: আক্রান্ত ১০ লাখ, মৃত্যু অর্ধলক্ষেরও বেশি

বিশ্বখ্যাত ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বের প্রায় ৬ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। এতে করে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৩ হাজার ১৯০ জনে। অপরদিকে, গত একদিনে সর্বোচ্চ সংখ্যক প্রায় ৮০ হাজার মানুষ আক্রান্তের ঘটনা ঘটেছে। ফলে, আজ শুক্রবার সকাল পর্যন্ত সংক্রমিতের সংখ্যা বেড়ে ১০ লাখ ১৫ হাজার ৪৬৬ জনে দাঁড়িয়েছে। বিশ্বজুড়ে করোনায় গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯৭৪ জনের মৃত্যু হয়েছে। যা এ যাবৎ একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ১৬৬।

এছাড়া বিশ্বজুড়ে বর্তমানে ৭ লাখ ৪৯ হাজার ৮৫৭ জন আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৭ লাখ ১২ হাজার ১৬১ জনের অবস্থা সাধারণ। ৩৭ হাজার ৬৯৬ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিউতে রয়েছেন।

এদিকে করোনা ভাইরাসে বিপর্যস্ত ইতালিতে এ পর্যন্ত মারা গেছেন ১৩ হাজার ৯১৫ জন। স্পেনে মৃতের সংখ্যা ১০ হাজার ৩৪৮ জন। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৬ হাজার ৭০ জনের। ফ্রান্সে ৫ হাজার ৩৮৭ জন। চীনে ৩ হাজার ৩১৮ জন। ইরানে ৩ হাজার ১৬০ জন। যুক্তরাজ্যে মৃত্যুর সংখ্যা ২ হাজার ৯২১ জনে দাঁড়িয়েছে।

যুক্তরাজ্যে একদিনে রেকর্ড ৫৬৩ জনের মৃত্যু

যুক্তরাজ্যে একদিনে রেকর্ড ৫৬৩ জনের মৃত্যু

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৫৬৯ জন। যা দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে সেখানে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯২১ জন। করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৭১৮ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৪৪ জন। সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন মাত্র ১৩৫ জন।

এনিয়ে বর্তমানে যুক্তরাজ্যে ৩০ হাজার ৬৬২ জন আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৩০ হাজার ৪৯৯ জনের অবস্থা সাধারণ। বাকি ১৬৩ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিউতে রয়েছেন।

স্পেনে মৃত্যু ১০ হাজার ছাড়িয়েছে

স্পেনে আরও ৯৬১ জনের মৃত্যু, ছাড়িয়েছে

স্পেন গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৯৬১ জন। যা একদিনে দেশটিতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে সেখানে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৩২৮ জন। করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১২ হাজার ৬৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৪৭ জন। সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন ২৬ হাজার ৭৪৩ জন।

এছাড়া বর্তমানে স্পেনে ৭৪ হাজার ৯৭৪ জন আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৬৮ হাজার ৮৮২ জনের অবস্থা সাধারণ। বাকি ৬ হাজার ৯২ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিউতে রয়েছেন।

ইতালিতে আরও ৭৬০ জনের মৃত্যু

ইতালিতে প্রাণ গেল আরও ৭৬০

ইতালিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৭৬০ জন। এ নিয়ে সেখানে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৯১৫ জন। তবে বিপর্যয়ের মধ্যেও একটি আশা জাগানিয়া বিষয় হলো, গত ৬ দিনের মধ্যে দেশটিতে মৃত্যুর সংখ্যা আজকে অনেকটাই কম। করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ২৪২ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৬৮ জন। সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন ১৮ হাজার ২৭৮ জন।

বর্তমানে ইতালিতে ৮৩ হাজার ৪৯ জন আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৭৮ হাজার ৯৯৬ জনের অবস্থা সাধারণ। বাকি ৪ হাজার ৫৩ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিউতে রয়েছেন।

যুক্তরাষ্ট্রে আরও ৯৬৮ জনের মৃত্যু,আক্রান্ত প্রায় আড়াই লাখ

যুক্তরাষ্ট্রে আরও ৯৬৮ জনের মৃত্যু, আড়াই লাখ ছুঁই ছুঁই

যুক্তরাষ্ট্রে  গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৯৬৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৭৫ জন। এর মধ্যে শুধু নিউইয়র্কে মারা গেছে ২ হাজার ৫৩৮ জন। আক্রান্তের সংখ্যায় দেশটি ইতালি, চীন ও স্পেনকেও ছাড়িয়ে গেছে। এই ভাইরাসে সেখানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৬৬ জন। এর মধ্যে ১০ হাজার ৪০৩ জন সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৮৭৪ জন। যা একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

এনিয়ে যুক্তরাষ্ট্রে বর্তমানে ২ লাখ ২৮ হাজার ৪০৪ জন আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ২ লাখ ২২ হাজার ৯৮৩ জনের অবস্থা সাধারণ। বাকি ৫ হাজার ৪২১ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিউতে রয়েছেন।

ফ্রান্সে একদিনে রেকর্ড ১৩৫৫ জনের মৃত্যু

ফ্রান্সে একদিনে রেকর্ড ১৩৫৫ জনের মৃত্যু

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১ হাজার ৩৫৫ জন। যা একদিনে দেশটিতে ও পুরো বিশ্বে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে সেখানে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩৮৭ জন। করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ১০৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১১৬ জন। সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৪২৮ জন।

এখন পর্যন্ত ফ্রান্সে ৪১ হাজার ২৯০ জন আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৩৪ হাজার ৮৯১ জনের অবস্থা সাধারণ। বাকি ৬ হাজার ৩৯৯ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিউতে রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button