বিনোদনসাহিত্য ও বিনোদন

কারামুক্ত হলেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক জাফর পানাহী

ইরানের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক জাফর পানাহী অবশেষে, কারাগার থেকে মুক্তি পেলেন।

শুক্রবার তেহরানের আলোচিত এভিন কারাগার থেকে জামিনে বেরিয়ে আসেন তিনি। খবর: বিবিসি’র।

দ্য মিরর, দ্যা সার্কেল ও অফসাইডের মতো সিনেমার কারণে বিশ্বব্যাপী পরিচিত নির্মাতা জাফর পানাহী। কান, গোল্ডেন লায়ন ও ভেনিস ফেস্টিভ্যালের মতো গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়েছেন তিনি।

তার জেল থেকে ছাড়া পাওয়ায় ‘বিরাট স্বস্তি’ প্রকাশ করেছেন কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো।

তার মুক্তির বিষয়টি নিশ্চিত করে টুইট করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরান (সিএইচআরআই)। পরে জাফর পানাহির স্ত্রী তাহেরেহ সায়েদি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন।

গত বছরের জুলাইয়ে দুই চলচ্চিত্র নির্মাতার গ্রেপ্তারের ঘটনায় ইরান সরকারের সমালোচনা করে আটক হন জাফর। এরপর তাকে স্থানান্তর করা হয় তেহরানের এভিন কারাগারে।

তবে মুক্তির দাবিতে বৃহস্পতিবার থেকে অনশন করছিলেন ৬২ বছর বয়সী এই চলচ্চিত্র পরিচালক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button