রাজশাহী জেলার মাদ্রাসা মাঠে জনসভায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
রাজশাহী জেলার মাদ্রাসা মাঠে জনসভায় উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।
রোববার (২৯ জানুয়ারি) বিকেল ৩টার ১৫ মিনিটে দিকে নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠের জনসভাস্থলে পৌঁছান তিনি। এ সময় মঞ্চ থেকে তাকে স্লোগানে স্লোগানে স্বাগত জানান জ্যেষ্ঠ নেতারা।
মাদ্রাসা মাঠের এ জনসমাবেশে রাজশাহী জেলার ২৬টি সমাপ্ত উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন ও ৬ টি নতুন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করার কথা রয়েছে।
বিগত ৫ বছরে সরকার রাজশাহী নগরীতে যে ধরণের উন্নয়ন কাজ করেছেন টার বিস্তারিত তুলে ধরা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
প্রধানমন্ত্রীর এ আগমনে রাজশাহী জেলার এই জনসভাকে কেন্দ্র করে পুরো রাজশাহীর সাধারণ জনগণ থেকে শুরু করে আওয়ামীলীগ ও দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে।
সকাল থেকেই আওয়ামীলীগ ও দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী খন্ড খন্ড মিছিল নিয়ে এ সমাবেশে যোগ দিয়েছেন।
ইতিমধ্যে সমাবেশে আওয়ামীলীগ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন।