জাতীয়লিড স্টোরি

দেশের একটি মানুষও গৃহহীন-ভূমিহীন থাকবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের একটি মানুষও গৃহহীন-ভূমিহীন থাকবে না। প্রত্যেকটা মানুষকে বিনা পয়সায় ২ কাঠা জমিতে ঘর করে দিচ্ছি। যারা বাকি আছে তাদেরও করে দেব।’
রবিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজশাহীতে অনুষ্ঠিত আওয়ামী লীগের জনসভায় এসব কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবের দেশে কোন মানুষ গৃহহীন-ভূমিহীন থাকবে না। এটাই আমাদের লক্ষ্য।’
আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আওয়ামী লীগ কখনো পালায় না, আওয়ামী লীগ জনগণকে নিয়ে কাজ করে। এটা বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন। এ সংগঠন যখনি ক্ষমতায় এসেছে জনগণের ভাগ্যন্নোয়ন ঘটেছে। আজকের বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। ৪০ ভাগ দারিদ্য সীমা ২০ ভাগে নামিয়েছি। বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, দুস্থ মুক্তিযোদ্ধা ভাতা সমস্ত ভাতা দিয়ে যাচ্ছি। মা-বোন দের মাতৃত্বকালীন ভাতা আমরা দেই।’
এসময় বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আওয়ামীলীগ কখনো পিছু হটে না। জিয়াউর রহমান কথা দিয়েছিল দেশে আসতে দিবে না। আমি বাধা অতিক্রম করে দেশে এসেছিলাম। আমি দেশে ফিরে এসেছি শুধুমাত্র বাঙলার মানুষের কথা চিন্তা করে। আমি স্পষ্ট করে বলতে চাই আওয়ামী লীগ পালায় না, পালায় আপনাদের (বিএনপির) নেতারা।’
তিনি আরো বলেন, ‘বিএনপির নেতারা কে? তারা নাকি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে। কাকে নিয়ে? যে দুর্নীতিতে সাজা প্রাপ্ত তাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সে ২০০৭ এ তত্ত্বাবধায়ক সরকারকে মুচলেকা দিয়ে দেশ থেকে পালিয়ে গিয়েছিল, রাজনীতি করবে না বলে।’
উল্লেখ্য, এদিন প্রধানমন্ত্রী জনসভা থেকে ২৬টি প্রকল্প উদ্বোধন করেন ও ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এদিকে জনসভাস্থলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে উচ্ছ্বাসে ফেটে পড়েন লাখো মানুষ। নানান স্লোগানে মুখরিত হয়ে উঠেছে মাদরাসার মাঠ ও আশেপাশের এলাকা। এর আগে সারদা পুলিশ অ্যাকাডেমিতে অনুষ্ঠান শেষ করে জনসভাস্থলে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Related Articles

Leave a Reply

Back to top button