জাতীয়লিড স্টোরি

কানায় কানায় পরিপূর্ণ প্রধানমন্ত্রীর জনসভাস্থল

আজ দুপুরে রাজশাহী জেলার মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।

আজ রোববার দুপুর ১২টার দিকে রাজশাহী মহানগরীর মাদ্রাসা মাঠে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের জনসভা শুরু হয়েছে। সেখানে আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা যোগ দিয়ে, বক্তব্য রাখছেন।

মাদ্রাসা মাঠের এ জনসমাবেশে রাজশাহী জেলার ২৬টি সমাপ্ত উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন ও ৬ টি নতুন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করার কথা রয়েছে।

দুপুর ৩ টা নাগাদ প্রধানমন্ত্রী এ সমাবেশে যোগ দেবেন। সকাল থেকে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেটি শেষ করেই এ সমাবেশে যোগ দেবেন তিনি।

বিগত ৫ বছরে সরকার রাজশাহী নগরীতে যে ধরণের উন্নয়ন কাজ করেছেন টার বিস্তারিত তুলে ধরা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

প্রধানমন্ত্রীর এ আগমনে রাজশাহী জেলার এই জনসভাকে কেন্দ্র করে পুরো রাজশাহীর সাধারণ জনগণ থেকে শুরু করে আওয়ামীলীগ ও দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে।

সকাল থেকেই আওয়ামীলীগ ও দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী খন্ড খন্ড মিছিল নিয়ে এ সমাবেশে যোগ দিয়েছেন।

মাদ্রাসা মাঠের এ জনসমাবেশ স্থলটি এখন নেতাকর্মীদের আগমনে কানায় কানায় পরিপূর্ণ।

ইতিমধ্যে সমাবেশে আওয়ামীলীগ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। সমাবেশে হেলাল উদ্দিন এমপি, সাদ্দাম হোসাইন, আওয়ামীলীগ সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজাল রহমান বাবু, সামিল উদ্দিন আলী আরাফাত, মেরিনা জামান কবিতাসহ অনেক নেতা বক্তব্য দিয়েছেন।

উল্লেখ্য, আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের পর প্রথম কোনো নির্বাচনী সমাবেশ। এর আগে, ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি রাজশাহীর এই ঐতিহাসিক মাদ্রাসা ময়দানেই জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা উপস্থিত জনতার কাছে আওয়ামী লীগের জন্য ভোট চেয়েছিলেন। এছাড়াও ২০১৩ সালের ৫ সেপ্টেম্বর রাজশাহীর বাগমারায় ও ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি চারঘাটে আওয়ামী লীগের জনসভায় যোগ দেন তিনি।

২০১৭ সালের ১৪ সেপ্টেম্বর রাজশাহীর পবার হরিয়ানের বিশাল জনসভায় হাজির হয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি। এরপর গত ২৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় রাজশাহীতে এই সমাবেশের সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন।

Related Articles

Leave a Reply

Back to top button