জাতীয়

বাংলাদেশ আর কোন রোহিঙ্গাকে গ্রহণ করবে না: মোমেন

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, ঢাকার সিদ্ধান্ত হচ্ছে যে, বাংলাদেশের ভূখ-ে আর কোন রোহিঙ্গাকে গ্রহণ করা হবে না।

আজ বৃহস্পতিবার রাজধানীতে ডিসি কনফারেন্সে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকের পর এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, “রোহিঙ্গাদের অবশ্যই মিয়ানমারে তাদের নিজ ভূখ-ে ফিরে যেতে হবে এবং তাদের প্রত্যাবাসন আমাদের (বাংলাদেশের) অগ্রাধিকার।

মোমেন বলেন, রোহিঙ্গা সংকটের কোনো সমাধান তার কাছে নেই। কারণ গত সাড়ে পাঁচ বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমার ফেরত নেয়নি।

তিনি সাংবাদিকদের বলেন, “মিয়ানমার বলেছে তারা তাদের জনগণকে ফিরিয়ে নেবে কিন্তু তাদের আন্তরিকতার অভাব রয়েছে।”

বাংলাদেশ ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে কক্সবাজার জেলায় ১.২ মিলিয়নেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। তাদের বেশিরভাগই মিয়ানমারে সামরিক দমন অভিযানের পরে সেখানে পৌঁছেছে, যাকে জাতিসংঘ “জাতিগত নির্মূলের উদাহরণ” এবং অন্যান্য মানবাধিকার গোষ্ঠী “গণহত্যা” বলে অভিহিত করেছে।

মোমেন বলেন, তিনি অবৈধ অভিবাসন, পাহাড় কাটা এবং ব্যক্তিগত জমি দখল রোধে ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন বিষয়ে ডিসিদের নির্দেশনা দিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি ডিসিদের অবৈধ অভিবাসন নিরুৎসাহিত করতে এবং তাদের নিজ নিজ জেলায় মানব পাচার চক্রের সাথে সংশ্লিষ্ট এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন।
ডিসিদের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button